সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগান-পাকিস্তান সংঘর্ষবিরতির মাঝেই ফের বড়সড় হামলা। আফগান সীমান্তের কাছে এক আত্মঘাতী হামলায় মৃত্যু হল ৭ পাক সেনার। শুক্রবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আফগান সিমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানে পাক সেনা শিবিরে এই হামলা চলেছে বলে খবর। যেখানে ৭ জনের মৃত্যুর পাশাপাশি ১৩ জন সেনা জওয়ান আহত হয়েছেন।
পাক সেনার তরফে জানানো হয়েছে, শুক্রবার উত্তর ওয়াজিরিস্তানে পাক সেনা শিবিরে হামলা চালিয়েছে জঙ্গিরা। এক আত্মঘাতী জঙ্গি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সেনা ক্যাম্পে প্রবেশের চেষ্টা করে। সেনা ক্যাম্পের মূল দরজা সজোরে ধাক্কা দেয় গাড়িটি ব্যাপক বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জওয়ানের। আহত হন আরও ১৩ জন। বিস্ফোরণের পর আরও ২ জঙ্গি ক্যাম্পে অনুপ্রবেশের চেষ্টা করে। দীর্ঘক্ষণ দু’পক্ষের গুলির লড়াইয়ের পর দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আত্মঘাতী এই জঙ্গি হামলার দায় এখনও পর্যন্ত কোনও সংগঠন স্বীকার না করলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পাকিস্তানের তেহরিক-ই-তালিবান এই হামলার নেপথ্যে।
উল্লেখ্য, ২০২১ সালে মার্কিন সেনাকে তাড়ানোর পর আফগানিস্তানের শাসনভার উঠেছে তালিবানের হাতে। এদিকে পাকিস্তানের আশা ছিল আফগানিস্তানে তালিবান ক্ষমতায় এলে পাকিস্তানকে সমর্থন করবে তারা। পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসের আঁতুড়ঘরগুলি আফগানিস্তান থেকে পরিচালনা করা যাবে। সেখানকার সশস্ত্র সংগঠনগুলিকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে। যদিও বাস্তবে তা হয়নি। বরং অতীতের মতো ভারতের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেছে তালিবান। তাতেই ক্ষেপে উঠেছে পাকিস্তান।
এদিকে পাকিস্তানের তেহরিক-ই-তালিবান, বালোচ লিবারেশন আর্মির মতো স্বাধীনতাকামী সংগঠনগুলি পাক সেনার অত্যাচারের পালটা জবাব দিতে শুরু করেছে। অন্যদিকে পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান থেকে জঙ্গিরা এসে পাকিস্তানে হামলা চালাচ্ছে। জঙ্গিদমনের নামে আফগানিস্তানের কাবুলে সম্প্রতি এয়ারস্ট্রাইক চালিয়েছিল পাক সেনা। যার পালটা জবাব দেয় আফগানিস্তানও। দুপক্ষের লড়াইয়ে শতাধিক মৃত্যুর খবর পর। দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তারইমাঝে এবার পাক সেনার উপর চলল আত্মঘাতী হামলা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.