সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: থালা হাতে ত্রাণের লাইনে দাঁড়িয়ে থাকা বুভুক্ষদের ভিড়ে ছুটে আসা বুলেট। গাজায় সম্প্রতি এই করুণ ছবিই যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে। দেখতে দেখতে অন্তত ৭৯৮ জন প্যালেস্তিনীয়র মৃত্যু হয়েছে এভাবেই। এমন ভয়ংকর তথ্য দিল রাষ্ট্রসংঘের মানবাধিকার দপ্তর। জানানো হয়েছে, মার্কিন ত্রাণ শিবিরের পাশাপাশি অন্যান্য ত্রাণ শিবিরেও ইজরায়েলি সেনাদের গুলি চালাতে দেখা গিয়েছে সাধারণ মানুষদের লক্ষ্য করে।
জেনেভায় সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রসংঘের তরফে জানানো হয়েছে, ৭ জুলাই পর্যন্ত প্রাপ্ত তথ্য থেকে জানা যাচ্ছে এখনও পর্যন্ত ত্রাণের জন্য আসা ৭৯৮ জন প্যালেস্তিনীয়কে খুন করা হয়েছে। এর মধ্যে ৬১৫ জনের মৃত্যু হয়েছে ত্রাণ শিবির অঞ্চলে। বাকিরা নিহত হয়েছেন ত্রাণশিবিরের দিকে যাওয়ার রাস্তাতেই।
আড়াই মাস ধরে গাজা অবরুদ্ধ করে অভিযান চালাচ্ছিল ইহুদি সেনা। গুরুতর এই পরিস্থিতিতে বিশ্বের চাপের মুখে পড়ে গাজায় ত্রাণ পাঠানোর অনুমতি দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেইমতো সেখানে বিভিন্ন দেশ থেকে পাঠানো হচ্ছে ত্রাণ সামগ্রী। তবে দুর্ভিক্ষপীড়িত গাজায় ত্রাণ পাঠাতে গিয়ে রীতিমতো সমস্যার মুখে পড়তে হয়েছে সাহায্যকারী সংগঠনগুলিকে। বুভুক্ষের দলের ভিড়ে তৈরি হয়েছে ট্রাক লুটের মতো পরিস্থিতি। এহেন অবস্থায় খাবার নিতে আসা মানুষের ভিড়ে এলোপাথাড়ি গুলি চালায় ইজরায়েলের সেনা।
এর আগে এক রিপোর্টে উঠে এসেছিল গাজার সাম্প্রতিক করুণ প্রতিচ্ছবি। দাবি করা হয়, গাজার ২০ লক্ষ বাসিন্দার মধ্যে বেশিরভাগই ভয়ংকর অপুষ্টির শিকার। ১৪ হাজার শিশুর মৃত্যুর আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। এরপরই গাজার ত্রাণ পাঠানোর অনুমতি দেয় ইজরায়েল। কিন্তু তারপরই বুভুক্ষু মানুষের মিছিলে গুলি চালানোর অভিযোগ উঠতে শুরু করেছে। সব মিলিয়ে মৃত্যুপুরী গাজা একের পর এক ভয়াবহ মৃত্যুর ছবি তুলে ধরছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.