সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিয়েতনামের উপকূলে আছড়ে পড়ল টাইফুন ‘বুয়ালোই’। যার ধাক্কায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত ৮। নিখোঁজ ১৭ জন মৎস্যজীবী। ঝড়ের প্রকোপে বহু বাড়ি ভেঙে পড়েছে। বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হওয়ার ফলে আঁধারে ঢেকে গিয়েছে। বহু রাস্তা জলের তলায়। তবে শেষ পাওয়া খবর পর্যন্ত দুর্বল হতে শুরু করেছে টাইফুন। সেটি লাওসের দিকে সরে গিয়েছে। তবে টাইফুনের কারণে প্রবল বৃষ্টিপাত হচ্ছে ওই অঞ্চলে।
জানা যাচ্ছে, এনহে আন প্রদেশের উপরে অবস্থান করছিল টাইফুনটি। সেই সময় এর গতিবেগ ছিল ঘণ্টায় ১১৭ কিমি প্রতি ঘণ্টা। তবে স্থলভাগে পৌঁছনোর পরে তা দুর্বল হয়ে পড়ে। পরে তা আরও কমে ৭৪ কিমি প্রতি ঘণ্টা হয়ে যায়। ঝড়ের তাণ্ডবে দু’টি মাছ ধরার নৌকা দুর্ঘটনার কবলে পড়ে। বিরাট ঢেউয়ের ধাক্কায় সেই দু’টি উলটে গেলে ১৭ জন মৎস্যজীবী নিখোঁজ হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও তীব্র আতঙ্ক লক্ষ করা গিয়েছেন।
একজন জানাচ্ছেন, বিদ্যুৎ চলে গিয়ে এলাকা অন্ধকারে ডুবে যায়। তাঁরা অনেকেই সারা রাত জেগে থেকেছেন উৎকণ্ঠায়। বহু বাড়ি ভেঙেও গিয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রায় আড়াইশোটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে ১৪০০ হেক্টর খেত। তবে পূর্বাভাসের কারণে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ায় ২৮ হাজার ৫০০ জন বাসিন্দাকে নিরাপদ জায়গায় নিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়। অন্যথায় আরও প্রাণহানি হত বলেই মনে করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.