Advertisement
Advertisement
America

FBI-এর অভিযান, আমেরিকায় গ্রেপ্তার ৮ খলিস্তানি জঙ্গি

তালিকায় NIA-এর হিটলিস্টে থাকা পবিত্র সিং।

8 Khalistani terrorists arrested in America

আমেরিকায় গ্রেপ্তার হওয়া খলিস্তানি জঙ্গি।

Published by: Amit Kumar Das
  • Posted:July 12, 2025 11:41 pm
  • Updated:July 12, 2025 11:44 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকে খলিস্তানিদের বিরুদ্ধে বড়সড় অভিযান এফবিআই-এর। আমেরিকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হল ৮ খলিস্তানি জঙ্গিকে। এই তালিকায় রয়েছে এনআইএ-এর হিটলিস্টে থাকা খলিস্তানি জঙ্গি পবিত্র সিং বাটালা।

Advertisement

মার্কিন প্রশাসনের তরফে জানা গিয়েছে, এক অপহরণ ও নির্যাতন মামলার তদন্তে নেমে এই খলিস্তানি দলের সন্ধান পায় মার্কিন পুলিশ। সেইমতো গত ১১ জুলাই আমেরিকার একাধিক পুলিশ বিভাগের সঙ্গে মিলে সান জোয়াকুইন কাউন্টির ৫ জায়গায় তল্লাশি অভিযান চালানো হয় এফবিআই-এর তরফে। সেই অভিযানেই গ্রেপ্তার হয় এই ৮ খলিস্তানি জঙ্গি। অভিযুক্তরা হল, দিলপ্রীত সিং, অর্শপ্রীত সিং, অমৃতপাল সিং, বিশাল, পবিত্র সিং, গুরতাজ সিং, মনপ্রীত রন্ধাওয়া এবং সরবজিৎ সিং। এই অপরাধীদের কাছ থেকে ৫টি হ্যান্ডগান, একটি অ্যাসল্ট রাইফেল, প্রচুর পরিমাণে গুলি ও ১৫ হাজার মার্কিন ডলার বাজেয়াপ্ত করা হয়েছে।

এই তালিকাতেই রয়েছে পবিত্র সিং বাটালা। দীর্ঘদিন ধরে এনআইএ’র হিটলিস্টে থাকা খলিস্তানি জঙ্গি পবিত্র পাঞ্জাবে একাধিক অপরাধের সঙ্গে যুক্ত। পাঞ্জাবের এই গ্যাংস্টার নিষিদ্ধ সংগঠন বব্বর খালসার সঙ্গে যুক্ত। এনআইএ’র হাত থেকে বাঁচতে আমেরিকায় চলে যায় অভিযুক্ত। সেখান থেকেই ভারতে সন্ত্রাসী কার্যকলাপ চালাত। এই অপরাধীদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে মার্কিন পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ