Advertisement
Advertisement
Brazil

মাঝ আকাশেই আগুনে ভস্মীভূত হট এয়ার বেলুন, ব্রাজিলে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৮

আহত হয়েছেন আরও ১৩ জন।

8 Killed In Hot Air Balloon Horror In Brazil
Published by: Subhodeep Mullick
  • Posted:June 22, 2025 1:21 pm
  • Updated:June 22, 2025 1:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝ আকাশেই হঠাৎ আগুন লেগে গেল হট এয়ার বেলুনে। ঝলসে মৃত্যু হল ৮ জন পর্যটকের। শনিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ব্রাজিলের সান্তা ক্যাটেরিনা শহরে। আহত হয়েছেন আরও ১৩ জন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

জানা গিয়েছে, এদিন সকালে ২১ জন পর্যটকের একটি দল ওই হট এয়ার বেলুটিতে উঠেছিলেন। উড়ানের কিছু সময় পরই আচমকা বেলুনটিতে প্রচণ্ড ঝাঁকুনি শুরু হয়। তারপরই তাতে আগুন লেগে যায়। হুড়োহুড়ি পড়ে যায় পর্যটকদের মধ্যে। প্রাণ বাঁচাতে বেলুন থেকে লাফ মারেন ১৩ জন। এদিকে বেলুনের ওজন কমে যাওয়ায় এটি আরও উপরে উঠে যেতে শুরু করে। তাই বাকি ৮ পর্যটক আর সেই ‘মরণ’ বেলুন থেকে বেরোতে পারেননি। আগুনে ঝলসে তাঁদের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। গুরুতর আহত অবস্থায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। কিন্তু কী কারণে হট এয়ার বেলুনটি দুর্ঘটনার কবলে পড়ল, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

সান্তা ক্যাটেরিনা শহরের মেয়র জর্গিনহো মেলো বলেন, “অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। ৮ জন পর্যটকের মৃত্যু হয়েছে. আহত হয়েছেন ১৩। কী কারণে এরকম দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।”  

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ