সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার লন্ডনে প্রয়াত হিন্দুজা শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান শ্রীচাঁদ হিন্দুজা (SP Hinduja)। ৮৭ বছরের শ্রীচাঁদ অনেকদিন ধরেই ডিমেনশিয়ায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে স্বাভাবিক ভাবেই শোকের ছায়া শিল্পপতি মহলে। তবে সেই সঙ্গেই উঠে গিয়েছে প্রশ্ন, তাঁর বিদায়ের পর এবার কে হবেন ওই বিপুল সাম্রাজ্যের মালিক?
মাত্র ১৮ বছর বয়সেই বাবার সঙ্গে ব্যবসায় যোগ দেন শ্রীচাঁদ। স্বাধীনতার আগে থেকেই ব্রিটেনে তাঁদের সাম্রাজ্যের সূচনা। তারপর থেকে বহু চড়াই-উতরাই দেখেছে হিন্দুজা শিল্পগোষ্ঠী। আজ ১৪০০ কোটি ডলারের ব্যবসা তাদের। শুরুতে কেবল বস্ত্র, ড্রাই ফ্রুট ও চায়ের ব্যবসা ছিল। পরে ক্রমেই ডালপালা বিস্তৃত করতে থাকেহিন্দুজা সাম্রাজ্য। আজ গ্যাস, বিদ্যুৎ থেকে গাড়ি কিংবা ব্যাংকিং- নানা ক্ষেত্র মিলিয়ে ৩৮টি দেশ জুড়ে ছড়ানো হিন্দুজা ভাইদের ব্যবসা। ব্রিটেনের ধনকুবেরদের তালিকায় তাঁদের নাম সব সময়ই থাকে।
১৯১৪ সালে হিন্দুজা গোষ্ঠীর সূচনা করেছিলেন পরমানন্দ হিন্দুজা। পরবর্তী সময়ে সেই সম্পত্তি নিয়েই বচসা শুরু হয় শ্রীচাঁদ ও তাঁর তিন ভাইয়ের। আসলে প্রথমে চার ভাই একসঙ্গে ব্যবসা করলেও পরে তাঁরা আলাদা হয়ে যান। শ্রীচাঁদ ও গোপীচাঁদ বসবাস শুরু করেন লন্ডনে। অন্যদিকে অশোক দেশে ফিরে আসেন। তিনি মুম্বইয়ে ফেরার পর প্রকাশ চলে যান জেনোভায়। এই পরিস্থিতিতে ২০১৪ সালে একটি যৌথ ঘোষণাপত্রে বলা হয়, কোনও এক ভাইয়ের হাতে থাকা সম্পত্তি চার ভাইয়েরই।
এই দাবি মানতে নারাজ ছিলেন শ্রীচাঁদ ও তাঁর দুই কন্যা শানু এবং বিনু। তাঁরা পালটা দাবি করেন, এই ঘোষণাপত্র আদতে বেআইনি। এরপরই শ্রীচাঁদের সঙ্গে তাঁর তিন ভাই গোপীচাঁদ, প্রকাশ এবং অশোক দ্বন্দ্ব তুঙ্গে ওঠে। শ্রীচাঁদের প্রয়াণে সেই প্রসঙ্গ উঠতে শুরু করেছে নতুন করে। আপাতত গুঞ্জন, শ্রীচাঁদের পৌত্র করমই নাকি সামলাবেন তাঁর ব্যবসা। শেষ পর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.