সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাকিস্তান হল এমন একটি দেশ যারা নিজের দেশের জনগণের উপর বোমা ছোড়ে, গণহত্যা চালায়।’ এবার রাষ্ট্রসংঘে পাকিস্তানের কুকীর্তি তুলে ধরে সরব হল ভারত। শুধু তাই নয়, ৭১-এর ভয়াবহতা তুলে ধরে রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি আরও জানালেন, এটা সেই দেশ যারা সেনা অভিযানের নামে ৪ লক্ষ মহিলাকে গণধর্ষণ ও হত্যা করেছিল।
সম্প্রতি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আবারও কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে সরব হয়েছিল পাকিস্তান। এর পালটা পাকিস্তানকে বিশ্বের সামনে কার্যত নগ্ন করল ভারত। রাষ্ট্রসংঘে বক্তব্য রাখতে গিয়ে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বথানেনি হরিশ বলেন, প্রতি বছর এখানে পাকিস্তান ভারতের বিরুদ্ধে মিথ্যা সমালোচনা করে। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে। পাকিস্তান বারবার জম্মু ও কাশ্মীরের বিষয়টি উত্থাপন করে, কিন্তু বলে না যে তারা ভারতীয় ভূখণ্ড দখল করেছে। অথচ এই পাকিস্তান হল এমন একটি দেশ যারা নিজেদের জনগণের উপর বোমা হামলা করে। গণহত্যা চালায়। আর তা ঢাকতেই বিশ্বের সামনে কাশ্মীরের গান গায়।
হরিশ আরও বলেন, “পাকিস্তান হল এমন দেশ যারা নিজের দেশের মানুষকে নৃশংসভাবে গণহত্যা করে। ১৯৭১ সালে এরা অপারেশন সার্চলাইটের মাধ্যমে ৪ লক্ষ মহিলাকে গণধর্ষণ ও হত্যা করেছিল। পাকিস্তানের এই গণহত্যা আজ গোটা বিশ্বের সামনে স্পষ্ট।” জানা যাচ্ছে, রাষ্ট্রসংঘে এই আলোচনার বিষয়টি মহিলাদের ক্ষমতায়ণ নিয়ে। সে প্রসঙ্গে ভারতের প্রতিনিধি জানান, নারী, শান্তি এবং নিরাপত্তা এজেন্ডায় ভারতের রেকর্ড অনবদ্য। শান্তিরক্ষা বাহিনীতে মহিলা সৈন্যদের পদোন্নতির ক্ষেত্রে ভারতের অন্যতম উদাহরণ ভারতীয় পুলিশ সার্ভিসের প্রথম মহিলা অফিসার ডঃ কিরণ বেদী। ২০০৩ সালে তিনি প্রথম মহিলা পুলিশ উপদেষ্টা এবং জাতিসংঘের পুলিশ বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত হন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.