সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার অযোধ্যায় সম্পন্ন হল ঐতিহাসিক রাম মন্দিরের (Ram Temple) ভূমিপুজো। ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর এবার তাতে শামিল হল মার্কিন মুলুকও। নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারের বিলবোর্ডে ভেসে উঠল ঐতিহাসিক রাম মন্দিরের ছবি। সংবাদসংস্থা এএনআই–এর তরফে সেটির ভিডিও টুইট করা হয়।
যদিও বিলবোর্ডে রাম মন্দিরের ছবি প্রদর্শন করা নিয়ে প্রতিবাদে মুখর হয়েছিলেন নিউ ইয়র্কের বাসিন্দাদের একাংশ। এর প্রতিবাদে ২০টি মার্কিন সংগঠন ও বহু বিশিষ্ট ব্যক্তি আগেই চিঠি দিয়েছিলেন নিউ ইয়র্কের (New York) মেয়রকে। সম্প্রতি রাম মন্দিরের ভূমিপুজোর দিন টাইমস স্কোয়্যারে (Times Square) শ্রী রামের ছবি ও ভূমিপুজোর অনুষ্ঠান সম্প্রচারের বিরোধিতা করে বিজ্ঞাপন সংস্থাকে আরজি জানিয়েছিল মুসলিম ঐক্যমঞ্চ সংগঠনও। এরপরই টাইমস স্কোয়্যারে বিলবোর্ডের দায়িত্বে থাকা বিজ্ঞাপন সংস্থা ওইদিন প্রদর্শন করবে না বলে জানা গিয়েছে। ব্যান্ডেড সিটিস নামে ওই বিজ্ঞাপন সংস্থা সূত্রে খবর, ৫ আগস্ট টাইমস স্কোয়্যারে Nasdaq বিলবোর্ডে হিন্দুত্ববাদী সংগঠনের উদ্যোগে শ্রী রাম ও রাম মন্দিরের ভূমিপুজোর ছবি প্রদর্শন করবে না।
কিন্তু এদিন ভারতীয় সময় আটটা নাগাদ টাইমস স্কোয়্যারের বিশাল বিলবোর্ডে ফুটে ওঠে ভগবান রাম–সহ রাম মন্দিরের একটি ছবি। এএনআই–এর শেয়ার করা ভিডিওটিতে স্থানীয় এক ব্যক্তিকে ওই সময় ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতেও শোনা যায়।
USA: A digital billboard of comes up in New York’s Times Square.
Prime Minister Narendra Modi performed ‘Bhoomi Pujan’ of in Ayodhya, Uttar Pradesh earlier today.
— ANI (@ANI)
এদিকে, রামমন্দিরের ভূমিপুজোতে শামিল হয়েছে গোটা দেশ। দেখুন তারই কিছু ঝলক:
Haryana: People light earthen lamps in the premises of Mata Mansa Devi temple in Panchkula, on the occasion of ‘Bhoomi Poojan’ of in Ayodhya.
— ANI (@ANI)
Ayodhya: People light earthen lamps at Ram Ki Paudi on the occasion of ‘Bhoomi Poojan’ of .
— ANI UP (@ANINewsUP)
Sun sets in Ayodhya as devotees gather to perform aarti at the bank of Saryu river.
Prime Minister Narendra Modi performed ‘Bhoomi Pujan’ of earlier today.
— ANI UP (@ANINewsUP)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.