Advertisement
Advertisement
Abhishek Banerjee

PoK-র দাবি ছাড়া আর কোনও কথা নয় পাকিস্তানের সঙ্গে: অভিষেক

পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল সাংসদ।

Abhishek Banerjee attacks Pakistan in Malaysia
Published by: Biswadip Dey
  • Posted:June 1, 2025 4:23 pm
  • Updated:June 1, 2025 5:21 pm  

নন্দিতা রায়: ২২ এপ্রিল যা ঘটেছে এরপর পাক অধিকৃত কাশ্মীরের দাবি ছাড়া পাকিস্তানের সঙ্গে আর কোনও কথা নয়। কুয়ালালামপুরে এভাবেই পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুললেন, যেভাবে অপারেশন সিঁদুরের পর জঙ্গিদের অন্ত্যেষ্টিতে যোগ দিয়েছেন পাক সেনাকর্তারা, এরপর আর বিশ্বকে পাকিস্তানের বিরুদ্ধে প্রমাণ দেওয়ার বাকি কি থাকতে পারে ভারতের।

বিশ্বমঞ্চে ‘সন্ত্রাসী’ পাকিস্তানের মুখোশ খুলতে উপমহাদেশে ঘুরছে সংসদীয় প্রতিনিধি দল। অভিষেকের দলের নেতৃত্বে রয়েছেন জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা। এই মুহূর্তে দলটি রয়েছে কুয়ালালামপুরে। আর সেখানেই বিশ্বের কাছে পাকিস্তানের বিরুদ্ধে সরব হলেন অভিষেক। তাঁকে বলতে শোনা গেল, ”২২ এপ্রিল যেভাবে ২৬ জন মানুষকে খুন করা হল পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে… বিরোধী শিবিরের একজন সাংসদ হিসেবে আমি এরপর থেকে চেয়ে এসেছি পাকিস্তানের কাছে শুধুমাত্র PoK-র দাবি ছাড়া আর কোনও কথা যে না হয়। অন্যথায় এমন ধরনের জঙ্গি হামলা হতেই থাকবে। এটা আমার ব্যক্তিগত মত।” সেই সঙ্গেই তিনি মনে করিয়ে দিয়েছেন, ইন্টারনেটে ছড়িয়ে পড়া ছবি থেকে গোটা বিশ্ব দেখেছে কীভাবে জঙ্গিদের অন্তেষ্টিতে যোগ দিয়েছে পাক সেনা কর্তারা!

সেই সঙ্গেই তাঁর সাফ কথা, ”আমি তৃণমূল কংগ্রেসকে প্রতিনিধিত্ব করছি। শাসক দলের সঙ্গে আমার মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু এখানে আমি ভারতের প্রতিনিধিত্ব করতে এসেছি। এখানে আমি আমার জাতীয় আগ্রহর চেয়ে রাজনৈতিক আগ্রহকে বেশি গুরুত্ব দিতে পারি না।”

সেই সঙ্গেই প্রবাসী ভারতীয়দের উদ্দেশে অভিষেক বলেন, ”আমি এখানে আপনাদের কোনও জ্ঞান দিতে আসিনি। যাঁরা ভারত থেকে অনেক দূরে আছেন তাঁরা আমাদের চেয়ে অনেক বেশি মজবুতভাবে জাতীয়তাবাদী বৈশিষ্ট্য এবং দেশপ্রেমের প্রতিনিধিত্ব করেন। বিদেশের মাটিতে আপনারা আপনাদের সন্তানদের ভারতীয় সংস্কৃতি ও মাতৃভাষায় শিক্ষিত করে তোলেন! আর আপনাদের সমর্থনের কারণেই আমরা বিশ্বকে বলে দিতে চাই, সন্ত্রাসবাদেক বিরুদ্ধে লড়াইয়ে ভারত একা নয়। আমাদের কৌশলী অংশীদারদের পাশাপাশি ভারতীয় সম্প্রদায়ও এই পরীক্ষা ও প্রয়াসের সময়ে আমাদের পাশেই রয়েছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement