Advertisement
Advertisement
Abhishek Banerjee

‘জাপানে জীর্ণ রাসবিহারী বসুর সমাধি’, জন্মদিনে ফের সরব অভিষেক, দ্রুত সংস্কারের আর্জি

জাপান সফরে গিয়েও রাসবিহারীর সমাধিস্থলের দুর্দশা নিয়ে উদ্বেগপ্রকাশ করেন অভিষেক।

Abhishek Banerjee pays Tribute to Ras Behari Bose
Published by: Subhajit Mandal
  • Posted:May 25, 2025 10:41 am
  • Updated:May 25, 2025 4:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা রাসবিহারী বসুর সমাধিস্থল পড়ে রয়েছে অযত্নে-অবহেলায়! সর্বদলীয় প্রতিনিধি দলের হয়ে জাপানে গিয়ে সেই জীর্ণ দশা দেখে সরব হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাসবিহারী বসুর জন্মদিনে ফের বিষয়টি নজরে আনলেন অভিষেক। জাপানের ভারতীয় দূতাবাসের কাছে তাঁর আর্জি, দ্রুত যেন প্রাপ্য সম্মান দেওয়া হয় দেশনায়ককে।

পাকিস্তানের মুখোশ খোলা এবং অপারেশন সিঁদুর নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করতে এই মুহূর্তে পাঁচ দেশের সফরে অভিষেক। গত শুক্রবার তিনি জাপানের টোকিওতে তামা সমাধিস্থলে যান। সেখানেই ভারতের স্বাধীনতাযোদ্ধা রাসবিহারী বসুর সমাধি রয়েছে। বাংলার বীরযোদ্ধার সমাধিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন অভিষেক। বেশ কিছুক্ষণ সময় কাটান সেখানে। এক্স হ্যান্ডেলে সফরের কথা জানিয়ে অভিষেক অভিযোগ করেন, রাসবিহারী বসুর সমাধিস্থল জীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। অত্যন্ত অবহেলা করা হয়েছে। জাপানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত এবং ভারতীয় দূতাবাসকে বিষয়টিতে নজর দেওয়ার আর্জি জানান।

রবিবারই রাসবিহারী বসুর জন্মদিন। বীর স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানিয়ে তাঁর সমাধি সংস্কারে বিষয়টি আরও একবার তুলে ধরলেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলছেন, “বাংলার বীর সন্তান, যিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, সেই রাসবিহারী বসুকে জন্মদিনে শ্রদ্ধা জানাই। দূরদৃষ্টিসম্পন্ন দেশপ্রেমিক ভারত ও জাপানের মধ্যে সেতুবন্ধনীর কাজটা করেছেন।”

এরপরই অভিষেক বলেন, “তামা সমাধিস্থলে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানানোর সুযোগ পেয়েছি আমি। আমার জন্য ওই মুহূর্তটা ভীষণ আবেগের এবং একই সঙ্গে উদ্বেগের। ওঁর সমাধিস্থল জরাজীর্ণ অবস্থায় পড়ে। ভারতের বীর সন্তানের প্রতি এটা ঘোরতর অন্যায়।” অভিষেক জানান, তিনি ইতিমধ্যেই বিষয়টি জাপানের ভারতীয় দূতাবাসের নজরে এনেছেন। জাপানে ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জকেও বিষয়টি জানিয়েছেন। অভিষেকের আর্জি, ওই সমাধির সংস্কার করে বাংলার বীর সম্মানকে যথাযথ সম্মান দেওয়া হোক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement