সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রসংঘের সাধারণ সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে কাশ্মীর নিয়ে মিথ্যাচার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের। কড়া জবাব দিল ভারতও। পাক প্রধানমন্ত্রীর মিথ্যা ভাষণকে আজব নাটক বলে কটাক্ষ করে নয়াদিল্লি পাকিস্তানের সন্ত্রাসবাদের ইতিহাস মনে করাল। ওসামা বিন লাদেনকে আড়াল করা থেকে, পহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গিদের আড়াল করার চেষ্টা, সব ইস্যু মনে করিয়ে পাকিস্তানকে কোণঠাসা করল ভারত।
নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় পাক প্রধানমন্ত্রী কাশ্মীর ইস্যুতে ভারতকে নিশানা করেন। তিনি দাবি করেন, কাশ্মীরবাসীর উপর ভারত সরকার অত্যাচার চালাচ্ছে। শাহবাজ বলেন, একদিন এই অত্যাচার বন্ধ হবেই। শাহবাজের বক্তব্য, “আমরা কাশ্মীরবাসীকে আশ্বস্ত করছি। আমরা আপনাদের পাশে আছি। পাকিস্তান আপনাদের পাশে আছে। একদিন ভারতের অত্যাচার বন্ধ হবেই।” সিন্ধু জলচুক্তি নিয়েও ভারতকে কাঠগড়ায় তোলেন শাহবাজ। তিনি দাবি করেন, সিন্ধু চুক্তির শর্ত না মেনে আন্তর্জাতিক আইন ভেঙেছে ভারত।
কোনওরকম প্রমাণ ছাড়াই পাক প্রধানমন্ত্রী যেভাবে মিথ্যাচার করে গেলেন, সেটারই জবাব দিয়েছে ভারত। রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি পেটাল গেহলট ‘জবাব দেওয়ার অধিকার’ প্রয়োগ করে রাষ্ট্রসংঘের মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, “এই সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী কিছু অদ্ভুত নাটক করেছেন। আসলে পাকিস্তান সন্ত্রাসবাদকে মহান হিসাবে দেখানোর চেষ্টা করেছেন। এটা ওদের বিদেশনীতির অঙ্গ। এভাবে কোনও নাটক করে বা মিথ্যা ভাষণ দিয়ে সন্ত্রাসবাদকে আড়াল করা যায় না।”
রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি বলেন, “এই পাকিস্তানই পহেলগাঁও হামলার পর টিআরএফকে আড়াল করার চেষ্টা করেছিল। ওদের কোনও লজ্জা নেই। বছরের পর বছর ধরে এই দেশেই আশ্রয় দেওয়া হয়েছিল ওসামা বিন লাদেনকে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.