Advertisement
Advertisement
Donald Trump

স্বর্গে যেতে চান ট্রাম্প! ‘ভক্ত’দের থেকে ১৫ ডলার ‘অনুদান’ চাইলেন মার্কিন প্রেসিডেন্ট

ক'দিন আগেই গুজব রটেছিল ট্রাম্পের মৃত্যুর।

After Donald Trump death buzz, Prez asks supporters for $15 to get to heaven

ফাইল ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:September 5, 2025 9:15 pm
  • Updated:September 5, 2025 9:20 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর নোবেলের জন্য ‘ঘ্যানঘ্যান’ এখন আন্তর্জাতিক মহলের আলোচনার বিষয়। সম্ভবত সেই আলোচনাও এবার পিছনের সারিতে চলে যেতে পারে। জানা যাচ্ছে, এবার ট্রাম্প চাইছেন স্বর্গে যেতে! শুধু তাই নয়, রীতিমতো অনুদান সংগ্রহও শুরু করেছেন তিনি। ‘ভক্ত’দের থেকে ১৫ ডলার চাইলেন বর্ষীয়ান রিপাবলিকান নেতা।

Advertisement

এই প্রসঙ্গে যে ‘ফান্ডরেইজার’ ইমেল পাঠানো হয়েছে ট্রাম্পের রাজনৈতিক গ্রুপ ‘নেভার স্যারেন্ডার’-এর তরফে, সেখানে ট্রাম্পকে লিখতে দেখা গিয়েছে, ‘আমি স্বর্গে যাওয়ার চেষ্টা করতে চাই। গত বছর আমি মৃত্যুর থেকে কয়েক মিলিমিটারের মধ্যে পৌঁছে গিয়েছিলাম যখন বুলেট আমার চামড়া ফুঁড়ে ঢুকে পড়েছিল। তাহলে আর আমার হোয়াইট হাউসে ফেরা হত না। কিন্তু আমি বিশ্বাস করি ভগবান আমাকে একটি কারণে পাঠিয়েছেন- আমেরিকাকে আবারও মহান করে তুলতে।’ ট্রাম্পের এহেন বার্তায় ধর্মীয় ও রাজনৈতিক- দুই গন্ধই পাওয়া যাচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলের। প্রসঙ্গত, কয়েকদিন আগেই ট্রাম্পের মৃত্যুসংবাদ রটেছিল। 

ওই মেলে ট্রাম্প পরিষ্কার লিখেছেন, ‘এই উদ্দেশ্যে আমি একটি ২৪ ঘণ্টার তহবিল লঞ্চ করেছি। সকলের থেকে মাত্র ১৫ ডলার করে চেয়ে নিচ্ছি রেকর্ড বুকে নাম তুলতে।’ ব্যাপারটা যতই বিস্ময়কর হোক, ট্রাম্পের মুখে এমন কথা নতুন নয়। এক মাস আগেই তিনি বলেছিলেন, ”আমি স্বর্গে যেতে চাই। কিন্তু শুনতে পাই আমি নাকি ভালো কাজ করিনি।” এবার ফের তাঁর মুখে স্বর্গে যাওয়ার প্রসঙ্গ। যা বুঝিয়ে দিচ্ছে নোবেল পাওয়ার মতোই স্বর্গে যাওয়া নিয়েও একই রকম আগ্রহী ট্রাম্প।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ