Advertisement
Advertisement
Army Rocket Force

অপারেশন সিঁদুরের ছ্যাঁকা! যুদ্ধ জিগির তুলে ‘আর্মি রকেট ফোর্স’-এর ঘোষণা পাক প্রধানমন্ত্রীর

বাহিনীতে নতুন একটি সামরিক শাখা তৈরি করছে পাক প্রশাসন।

After Operation Sindoor, Pakistan to set up new unit in military to supervise missile capabilities
Published by: Monishankar Choudhury
  • Posted:August 14, 2025 2:29 pm
  • Updated:August 14, 2025 2:31 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের ছ্যাঁকা খেয়ে এবার প্রতিরক্ষার জোর দিচ্ছে পাকিস্তান। বাহিনীতে নতুন একটি সামরিক শাখা তৈরি করছে পাক প্রশাসন, যার নাম রাখা হয়েছে ‘আর্মি রকেট ফোর্স’। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বুধবার ইসলামাবাদে পাকিস্তানের ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে ‘আর্মি রকেট ফোর্স’ তৈরি করার কথা ঘোষণা করেন। চলতি বছরের মে মাসে ভারতের সঙ্গে তীব্র সংঘর্ষের পর এই পদক্ষেপ করা হয়েছে।

Advertisement

পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আরও জানিয়েছেন, আধুনিক সরঞ্জাম দিয়ে সাজানো এই বাহিনী পাক সেনার কাছে এক অন্যতম বড় মাইলফলক হতে চলেছে। পাক প্রতিরক্ষা দপ্তরের উচ্চসচিবের তরফে জানানো হয়েছে, ‘আর্মি রকেট ফোর্স’ একটি স্বনিয়ন্ত্রিত বাহিনী। উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে এই বাহিনী। যুদ্ধক্ষেত্রে ভারতকে উপযুক্ত জবাব দেওয়ার প্রচেষ্টার জন্যই তৈরি এই বাহিনী।

পহেলগাঁওতে জঙ্গি হামলার প্রত্যাঘাতে গত ৭মে পাক অধিকৃত কাশ্মীরে এবং পাকিস্তানের ৯টি জঙ্গিঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনা। পালটা আক্রমণের জবাব দেয় পাক বাহিনীও। সবমিলিয়ে সংঘর্ষে ভারতের শক্তির সামনে মাথা নত করে পাকিস্তান। পাক প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে আলোচনার পর রীতিমতো শাসানি দিয়ে ১০মে যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত। যদিও পাকিস্তান সেনা যে চুপ করে বসার পাত্র নয়, তা ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে।

অপারেশন সিঁদুরের পরও বিভিন্ন জায়গায় জঙ্গি অনুপ্রবেশের মতো ঘটনা ঘটেছে। এমনকী মঙ্গলবার রাতেও উরি সেক্টরে বারামুলার সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে বর্ডার অ্যাকশন টিম। সেই সুযোগে একদল জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে। কিন্তু অতন্দ্র প্রহরী ভারতীয় সেনা সেই প্রচেষ্টা রুখে দেয়।গুলির লড়াইয়ে এক জওয়ান শহিদও হন। এবার সামরিক স্তরে যে আরও শক্তিশালী হতে চাইছে পাকিস্তান, স্বাধীনতা দিবসের আগে শাহবাজ শরিফের ঘোষণাতেই তা স্পষ্ট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ