ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াশিংটনের পর শিকাগো। এবার আমেরিকার এই শহরটিতেও ন্যাশনাল গার্ড মোতায়েনের পরিকল্পনা করছে মার্কিন প্রশাসন। শনিবার এমনটাই দাবি করা হয়েছে প্রথম সারির এক মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ওয়াশিংটনের মতো শিকাগোও হল ডেমোক্রাট শাসিত রাজ্য। তাহলে কি ফের বিরোধী কণ্ঠ রোধ করতেই এমন সিদ্ধান্ত নিতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প? এই প্রশ্নটিই এখন উঠতে শুরু করেছে।
মার্কিন সংবাদমাধ্যমের ওই প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার বিভিন্ন প্রান্তে আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছে এবং যেভাবে অপরাধের হার বাড়ছে, তাতে লাগাম টানতে বদ্ধপরিকর ট্রাম্প। সেই মতো এবার শিকাগোতেও ন্যাশনাল গার্ড মোতায়েনের পরিকল্পনা করছে মার্কিন প্রশাসন। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “গোটা শিকাগো সমস্যায় ভরা। শহরের মেয়র যে অরাজগতা তৈরি করে রেখেছে, তা কল্পনাতীত। আমরা তা ঠিক করে দেব।” শনিবার পেন্টাগন একটি বিবৃতিতে জানায়, ‘আমাদের পরবর্তী কার্যক্রম এখনই প্রকাশ্যে আনছি না। তবে সরকারি সম্পত্তি রক্ষা এবং কর্মীদের সুরক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সেই মতো আমাদের কিছু পরিকল্পনা রয়েছে।’
প্রসঙ্গত, কয়েকদিন আগেই ট্রাম্পের নির্দেশে ওয়াশিংটনে মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ডেমোক্রাটদের দখলে থাকা এই রাজ্যে আইনশৃঙ্খলার যথেষ্ট অবনতি হয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ। এর জেরেই স্থানীয় পুলিশের ক্ষমতা কেড়ে রাজধানীতে ন্যাশনাল গার্ড মোতায়েনর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। যদিও ট্রাম্পের এই দাবিকে নস্যাৎ করেছেন ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসার। তাঁর বক্তব্য, রাজ্যে অপরাধের হার আগের থেকে অনেকটাই কমেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.