সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : ফের সেনা ছাউনিতে জঙ্গি হামলা। এবার আফ্রিকার মালিতে। বুধবার প্রাণঘাতী গাড়িবোমা বিস্ফোরণে মৃত্যু হল ৫০ জনের। এই ঘটনার দায় স্বীকার করেছে আল কায়দা গোষ্ঠী।
জঙ্গিদের দাবি, ফ্রান্সকে সাহায্য করার জন্যই ‘শাস্তি’ দেওয়া হল মালিকে। এই প্রথম নয়, এর আগেও ভয়াবহ আক্রমণের শিকার হয়েছে মালি। গত বছর জুলাই মাসে ১৭ জন সেনা প্রাণ হারাণ নামপালায়। বুধবার এই হত্যালীলার ঘটনার পর তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বউবাকার কেইতা।
ইউএন সিকিউরিটি কাউন্সিলের তরফে জানানো হয়েছে, এভাবে যদি নিরাপত্তা ব্যবস্থার অবনতি ঘটে, তবে শান্তি ব্যহত হবে মালিতে। এদিকে মিলিটারি ক্যাম্পে এদিনের প্রাণঘাতী হামলার ঘটনা প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে মালির সরকারকে। অভিযোগ উঠেছে, সেনাদের নিরাপত্তা নিয়ে যথাযথ ব্যবস্থা নেয় না সরকার। মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বউবাকার কেইতা অবশ্য জানান, চরমপন্থীদের বিরুদ্ধে লড়াই জারি রাখবে তাদের সরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.