Advertisement
Advertisement
Trump-Putin summit

পুতিনকে কী উপহার দেন ট্রাম্প? আলাস্কার হোটেল থেকে ফাঁস বহু গোপন নথি

গোপন নথিতে ফাঁস মার্কিন আধিকারিকদের ফোন নম্বরও।

Alaska hotel printer reveal sensitive Trump-Putin summit details
Published by: Amit Kumar Das
  • Posted:August 17, 2025 2:37 pm
  • Updated:August 17, 2025 2:37 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলাস্কার হোটেলে ট্রাম্প-পুতিন বৈঠক থেকে ফাঁস গোপন নথিপত্র! গাফিলতির জেরে প্রকাশ্যে চলে আসা সেই নথি থেকে সামনে এসেছে এই বৈঠক সংক্রান্ত বহু গোপন তথ্য। যেখানে জানা গিয়েছে, আমেরিকা ও রাশিয়ার প্রেসিডেন্টের এই সাক্ষাতে ভ্লাদিমির পুতিনকে বিশেষ উপহার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কীভাবে এই নথি ফাঁস হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শুক্রবার আলাস্কার ওই ফোর স্টার হোটেলে রাশিয়া ও ইউক্রেনের সংঘর্ষবিরতির লক্ষ্যে ৩ ঘণ্টার বৈঠক করেছিলেন ট্রাম্প ও পুতিন। তার আগে হোটেলের প্রিন্টারে এই কর্মসূচির গুরুত্বপূর্ণ নথিপত্র প্রিন্ট করানো হয়। গাফিলতির জেরে কোনওভাবে তার কিছু অংশ সেখানেই ফেলে যান আধিকারিকরা। ফাঁস হয়ে যাওয়া সেই নথিতে দেখা গিয়েছে দুই রাষ্ট্রনেতার মধ্যাহ্নভোজের মেন্যু। যেখানে দেখা যাচ্ছে, দুপুরের খাবারে দুই রাষ্ট্রনেতা খাবেন পাউরুটির সঙ্গে মাংস, পিপারকর্ন সস ও স্যালাড, এছাড়া আলুর একটি বিশেষ পদ ও ভাজা অ্যাসপারাগাস। এর পাশাপাশি রাশিয়ার আর্কটিক সাগরের একটি বিশেষ মাছের পদও ছিল খাদ্যতালিকায়। যদিও আলোচনার পর দুই রাষ্ট্রনেতাই নিজ নিজ গন্তব্যের দিকে রওনা দেন কেউই দুপুরের খাবার খাননি। ওই নথিতে খাবারের টেবিল কী থাকবে তাও উল্লেখ করা রয়েছে। যেখানে অন্যান্য আধিকারিকদের সঙ্গে খাওয়ার কথা ছিল তাঁদের।

অন্য আর একটি নথিতে দেখা গিয়েছে, দুই রাষ্ট্রনেতার বৈঠকের সময়ে সেখানে কারা কারা উপস্থিত থাকবেন। মার্কিন আধিকারিকদের পরামর্শ দেওয়া হয়, তাঁরা যেন পুতিনকে ‘Poo Thin’ নামে ডাকেন। এছাড়া পুতিনকে উপহার স্বরূপ ডোনাল্ড ট্রাম্প দেবেন একটি বাজ পাখির প্রতিকৃতি। যা মার্কিন সেনার অন্যতম প্রতীক। তবে সে উপহার পুতিনকে দেওয়া হয়েছিল কিনা তা জানা যায়নি। এসবের পাশাপাশি ওই গোপন নথিতে মার্কিন আধিকারিকদের ফোন নম্বরও ছিল যা এই মুহূর্তে ফাঁস হয়ে গিয়েছে। আমেরিকার এহেন নথি প্রকাশ্যে চলে আসায় স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ