সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শান্তির মূল্য চোকাতে গিয়ে সর্বহারা হওয়ার অবস্থায় ইউক্রেন। সামান্য চালের ভুলে আম ও ছালা দুইই হারাতে হতে পারে প্রেসিডেন্ট জেলেনস্কিকে। দুই মহাশক্তিধরের ফাঁদে আটকে শেষে আমেরিকার প্রস্তাব মেনে নিতে রাজি হল ইউক্রেন। জানা যাচ্ছে, ট্রাম্পকে ‘অর্ধেক সাম্রাজ্য’ দিতে শুক্রবারই আমেরিকা সফরে যাবেন জেলেনস্কি। যেখানে ইউক্রেনের অর্ধেক খনিজ সম্পদ আমেরিকার হাতে তুলে দেওয়ার চুক্তি সাক্ষরিত হবে।
গত তিন বছর ধরে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে ইউক্রেন। যে যুদ্ধের শুরু থেকে ইউক্রেনকে অস্ত্র ও মনোবল যুগিয়ে চলেছে আমেরিকা। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যুদ্ধ থামাতে উদ্যোগী হয়েছেন। শুধু তাই নয়, এই যুদ্ধ বাবদ আমেরিকা এতদিন ইউক্রেনকে যে অস্ত্রশস্ত্র যুগিয়েছে সুদ-সহ তার দাম আদায় করতে ওয়াশিংটনের তরফে জানিয়ে দেওয়া হয়, ইউক্রেনের অর্ধেক খনিজ সম্পদ আমেরিকাকে দিতে হবে। এমন প্রস্তাবে স্বাভাবিকভাবেই বিরাট ধাক্কা খান জেলেনস্কি। পালটা তিনি দাবি জানান, ইউক্রেনের সম্পদ আমেরিকাকে দিতে তিনি রাজি, তবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ট্রাম্পকে। রফা নিয়ে টানাপোড়েনের মাঝেই পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা যায় ট্রাম্পকে। রাষ্ট্রসংঘে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পক্ষ নেয় আমেরিকা। পুতিন জানিয়ে দেন, ইউক্রেনের যে জমি রাশিয়া দখল করেছে তার ভাগ আমেরিকাকে দিতে রাজি তিনি।
এই পরিস্থিতিতে দিশাহারা জেলেনস্কি। বেশ বুঝতে পারছেন, আমেরিকা রাশিয়ার সঙ্গ নিলে তা গোটা ইউক্রেনের জন্য বিপদের। জটিল এই পরিস্থিতিতে দর কষাকষিতে না গিয়ে মার্কিন প্রস্তাব মেনে নিতে রাজি হলেন জেলেনস্কি। জানা যাচ্ছে, শুক্রবার আমেরিকা যাবেন তিনি। সেখানেই হবে চুক্তি। তবে দাবি অনুযায়ী, ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টির কথা কি রয়েছে এই চুক্তিতে? এর উত্তরে জেলেনস্কি প্রশাসনের এক আধিকারিক বলেন, ‘জোরালো ভাবে গ্যারান্টির কথা না থাকলেও, একটি বিষয় রয়েছে যেখানে বলা হয়েছে, স্থিতিশীল, সমৃদ্ধ ইউক্রেনেই বিনিয়োগ করতে পারবে আমেরিকা। এবং স্থায়ী শান্তির লক্ষ্যে কাজ করবে তাঁরা। এবং ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপকে সমর্থন করবে ওয়াশিংটন।’ অর্থাৎ আমেরিকার সঙ্গে দরকষাকষি করে সব হারানোর ঝুঁকি নিতে চাইছেন না জেলেনস্কি।
জেলেনস্কির ওয়াশিংটন সফর প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিবৃতি প্রকাশ্যে এসেছে। যেখানে তিনি বলেন, ‘আমি শুনছি উনি শুক্রবার এখানে আসছেন। উনি আমার সঙ্গে চুক্তি সাক্ষর করতে চান। নিঃসন্দেহে এ এক বিরাট চুক্তি হতে চলেছে।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.