সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘটতে পারত ভয়ংকর দুর্ঘটনা। তবু রক্ষা পেলেন ১৭৩ জন যাত্রী। টেক অফের ঠিক আগেই আগুন লেগে গিয়েছিল আমেরিকান এয়ারলাইন্সের এক বিমানে। গলগল করে বেরতে থাকে ধোঁয়া। শুরু হয় আতঙ্ক। শেষপর্যন্ত অবশ্য সবাইকেই নিরাপদে বিমানটি থেকে বের করে আনা সম্ভব হয়েছে।
জানা গিয়েছে, বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানটি ডেনভার বিমানবন্দরে দাঁড়িয়েছিল। টেক অফের ঠিক আগে আচমকাই আগুন ধরে যায় বিমানের ল্যান্ডিং গিয়ারে। সঙ্গে সঙ্গে গলগল করে কালো ধোঁয়া বেরিয়ে রানওয়ে ঢেকে যায়। স্বাভাবিক ভাবেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি বেঁধে যায়। কিন্তু কর্তৃপক্ষের দক্ষতায় শেষপর্যন্ত ১৭৩ জন যাত্রীকে বিমান থেকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়। বেরিয়ে আসেন উড়ানের ৬ ক্রু সদস্য। তবে এই সময় কর্মকর্তাদের মধ্যে একজনের সামান্য চোটগ্রস্ত হওয়ার কথাও জানা গিয়েছে।
WATCH: Landing gear of American Airlines plane catches fire at Denver airport, passengers evacuated
— BNO News (@BNONews)
যে ফুটেজ ছড়িয়ে পড়েছে তাতে দেখা গিয়েছে, আতঙ্কিত যাত্রীদের কীভাবে একে একে বের করে আনা হচ্ছে বিমান থেকে। ধোঁয়া ঘিরে ফেলেছে গোটা এলাকা। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানে সম্ভব হয়। ঠিক কেন আগুন লাগল তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বিমানের একটি টায়ারে রক্ষণাবেক্ষণের সমস্যার জন্যই আগুন লেগেছিল।
এদিকে বিমানের এক যাত্রীকে ঘিরে ঘনিয়েছে বিতর্ক। তাঁর বিরুদ্ধে অভিযোগ, নিজের সন্তানের চেয়েও লাগেজ বিমান থেকে বের করতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। যেখানে জীবন সংকট তৈরি হতে পারত, সেখানে কী করে তিনি এমন করতে পারেন তা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, কীভাবে বাচ্চাটির ঘাড় ধরে রেখে একহাতে লাগেজ নিয়ে নামার চেষ্টা করছেন ওই ব্যক্তি। দ্রুত ভারসাম্য না রাখতে পেরে তিনি উলটে পড়েও যান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.