সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যান্ডোরা। ফ্রান্স ও স্পেনের মাঝে অবস্থিত এই ক্ষুদ্র দেশই এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ। সদ্য প্রকাশিত ‘নাম্বিও সেফটি ইনডেক্স’ অনুসারে, এমনটাই দাবি করা হয়েছে। তালিকার প্রথম পাঁচটি দেশের মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি, ওমান ও কাতারের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলি। ভারত অবশ্য অনেকটাই পিছনে। ৬৬ নম্বরে থাকলেও আমেরিকা ও ব্রিটেনের মতো দেশগুলির থেকে অনেকটাই এগিয়ে নয়াদিল্লি।
তালিকায় আমেরিকা ও ব্রিটেনের মতো দেশের স্থান যথাক্রমে ৮৯ ও ৮৭। এশিয়ার দেশগুলির মধ্যে ভারতের থেকে বেশি নিরাপদ দেশের তকমা পাচ্ছে চিন (১৫), পাকিস্তান (৬৫), শ্রীলঙ্কা (৫৯)। নয়াদিল্লির থেকে অনেকটাই নিচে বাংলাদেশ। তাদের ক্রম ১২৬। আফগানিস্তানের স্থান ১৪৪। সিরিয়া ১৪০। হাইতি ১৪৫। ভেনেজুয়েলা ১৪৭।
অপরাধের হার থেকে নিরাপত্তা পরিকাঠামো, ব্যক্তিগত নিরাপত্তাজনিত উদ্বেগের মতো নানা দিক দেখে এই তালিকা প্রস্তুত করা হয়। তবে এই তালিকা প্রস্তুত করতে ব্যবহারকারীদের দেওয়া তথ্যের উপর নির্ভর করা হয়। আর সেই কারণেই সরকারি পরিসংখ্যানের সঙ্গে পার্থক্য থাকতেই পারে তালিকার দেশগুলির সূচকে।
দেখে নেওয়া যাক তালিকার প্রথম দশ:
১ অ্যান্ডোরা
২ সংযুক্ত আরব আমিরশাহি
৩ কাতার
৪ তাইওয়ান
৫ ওমান
৬ আইল অফ মান
৭ হংকং
৮ আর্মেনিয়া
৯ সিঙ্গাপুর
১০ জাপান
এবার দেখে নিন তালিকার সবচেয়ে নিচে থাকা দশটি দেশের তালিকা:
১৩৮ পেরু
১৩৯ জামাইকা
১৪০ সিরিয়া
১৪১ ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো
১৪২ হন্ডুরাস
১৪৩ দক্ষিণ আফ্রিকা
১৪৪ আফগানিস্তান
১৪৫ হাইতি
১৪৬ পাপুয়া নিউ গিনি
১৪৭ ভেনেজুয়েলা
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.