Advertisement
Advertisement
Coldplay

মহিলা কর্মীকে নিয়ে কোল্ডপ্লে কনসার্টে, ঘনিষ্ঠতার ভিডিও ভাইরাল হতেই ইস্তফা সিইওর

সংস্থার এইচআর হেডের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটভুবনে।

Andy Byron, Astronomer CEO caught in Coldplay kiss cam scandal, resigns
Published by: Biswadip Dey
  • Posted:July 20, 2025 9:33 am
  • Updated:July 20, 2025 9:33 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীকে লুকিয়ে প্রেমিকার সঙ্গে কোল্ডপ্লে’র শো দেখতে গিয়েছিলেন বিখ্যাত সংস্থার সিইও। আচমকাই ক্যামেরায় ধরা পড়ে যায় সেই দৃশ্য। সেই ভিডিও ঘিরে বিতর্ক ঘনায়। কেননা সেই প্রেমিকা আর কেউ নয়, তাঁরই সংস্থার এইচআর হেড! এহেন পরকীয়ার জেরে শেষপর্যন্ত ছুটিতে পাঠানো হয় অ্যাস্ট্রোনমারের সিইও অ্যান্ডি বায়রনকে। অবশেষে চাকরি থেকে ইস্তফা দিলেন তিনি।

Advertisement

শনিবারই সংস্থার তরফে বায়রনের ইস্তফার বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে জানানো হয়, ‘আমাদের নেতাদের কাছে প্রত্যাশা করা হয় সর্বোচ্চ পর্যায়ের আচরণ ও দায়িত্ববোধ। এবং সম্প্রতি সেই মানের পতন হতে দেখা গিয়েছে। অ্যান্ডি বায়রন ইস্তফা দিয়েছেন। যা বোর্ড অফ ডিরেক্টর্স গ্রহণ করেছেন।’ আপাতত সংস্থার অন্তর্বর্তী সিইও হিসেবে নিয়োগ করা হয়েছে পিট ডিজয়কে। তিনি বলেছেন, ”জনমানসের ফোকাস অবশ্য রাতারাতি অন্যদিকে সরে গিয়েছে। কিন্তু আমাদের লক্ষ্য এখনও একই- তথ্য ও এআইয়ের সাহায্যে বাস্তব পৃথিবীর সমাধান।”

বিতর্কের সূত্রপাত গত বুধবার। জিলেট স্টেডিয়ামে কোল্ডপ্লের অনুষ্ঠানে। আচমকাই কিস ক্যামে ধরা পড়ে এক রুপোলি চুলের পুরুষ ও ছোট করে ছাঁটা চুলের মহিলার ঘনিষ্ঠতা। দ্রুত প্রকাশ হয়ে পড়ে তাঁদের পরিচয়। জানা যায়, তাঁরা বিখ্যাত সংস্থা অ্যাস্ট্রোনমারের সিইও অ্যান্ডি বায়রন এবং সংস্থার এইচ আর হেড ক্রিস্টিন ক্যাবো। শুরু হয় জোর চর্চা। যদিও তাঁরা কেউই এই নিয়ে মুখ খোলেননি। পরে জানা যায়, আপাতত ছুটিতে পাঠানো হয়েছে দু’জনকেই। অবশেষে চাকরি ছাড়লেন অ্যান্ডি।

২০২৩ সালের জুলাইয়ে সংস্থার সিইও হন অ্যান্ডি। ২০২৪ সালের নভেম্বরে সংস্থায় যোগ দিয়েছিলেন ক্রিস্টিন। এরপরই তাঁদের সম্পর্কয় জড়ানো। যদিও প্রকাশ্যে এখনও তাঁরা তাঁদের সম্পর্ক নিয়ে একটি কথাও বলেননি। কিন্তু কনসার্টে থাকা কিস ক্যাম তাঁদের দিকে তাক করতেই মুখ লুকিয়ে ফেলেন যুগল। আড়াল হওয়ার চেষ্টা দেখে মজার ছলে কটাক্ষও করেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। তিনি বলেন, “হয় এরা পরকীয়া করছে নয়তো বড্ড বেশি লাজুক।” সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই অ্যান্ডির স্ত্রী মেগান কেরিগান ফেসবুকে নিজের প্রোফাইল থেকে স্বামীর পদবি সরিয়ে দেন। ঘনিষ্ঠমহলের মতে, এবার ডিভোর্সের মামলা দায়ের করতে পারেন তিনি। অন্যদিকে অ্যাস্ট্রোনমারের এইচআর হেড ক্রিস্টিন অবশ্য বর্তমানে ডিভোর্সি। ২০২২ সালে তাঁর বিবাহবিচ্ছেদ হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement