সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় (America) ফের পুলিশি অত্যাচার! পুলিশের গুলিতে প্রাণ গেল বিশেষভাবে সক্ষম এক বৃদ্ধের। অ্যারিজোনার এই ঘটনায় তুমুল বিতর্ক বেঁধেছে। পরিস্থিতি সামাল দিতে অভিযুক্ত পুলিশ কর্মীকে বরখাস্ত করেছে অ্যারিজোনা পুলিশ।
সোমবার রাতে অ্যারিজোনার (Arizona) একটি শপিং মলে ঢোকার সময় বিপত্তি বাঁধে। ওইদিনের গোটা ঘটনাটি পুলিশ কর্মীদের বডিক্যামে ধরা পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
এর পরই পিছন থেকে অন্তত ৯টি গুলি ছোড়েন টাসকান পুলিশের (Tuscan Police) কর্মী রায়ান রেমিংটোন। গুলির আঘাতে সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন রিকার্ড। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় অভিযুক্ত পুলিশকর্মীকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে শুরু হয়েছে তদন্তও। নিন্দায় সরব হয়েছেন টাসকানের মেয়র রেজিনা রোমেরোও। বলেন, “পুলিশ কর্মীর এহেন আচরণ মেনে নেওয়া যায় না। মৃতের পরিবারকে সঠিক বিচার পাইয়ে দেওয়ার সমস্ত চেষ্টা করবে সরকার।”
WARNING GRAPHIC ⚠️ Police officer in Arizona shoots and kills a 61-year-old man in a motorized wheelchair from behind
— Fifty Shades of Whey (@davenewworld_2)
প্রসঙ্গত, আমেরিকায় এই প্রথম নয়, এর আগেও পুলিশি জুলুমে মৃত্যু হয়েছিল এক কৃষ্ণাঙ্গের। ২০২০ সালের ২৫ মে শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের হাঁটুর চাপে শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছিলেন কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.