সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিকভাবে টোকার বুদ্ধিটুকুও নেই পাকিস্তানের! পড়শি দেশকে নজিরবিহীনভাবে খোঁচা দিলেন সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। চিনের সামরিক মহড়ার ছবিকে ভারতের বিরুদ্ধে সাফল্যের প্রমাণ হিসাবে তুলে ধরার চেষ্টা করে তীব্র কটাক্ষের মুখে পড়েছে পাকিস্তান। সেই ঘটনায় এবার ইসলামাবাদকে খোঁচা দিতে ভুললেন না ওয়েইসিও।
সম্প্রতি ফিল্ড মার্শাল পদে উন্নীত হওয়ার পরেই একটি হাই প্রোফাইল নৈশভোজের আয়োজন করেছিলেন মুনির। সেখানে শাহবাজ ছাড়াও পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, বিদেশমন্ত্রী ইশাক দার-সহ একাধিক রাজনৈতিক নেতা। অপারেশন বুনইয়ান উল মারসুসের সাফল্য উদযাপনে নৈশভোজে জড়ো হন সকলে। সেখানেই অপারেশন বুনইয়ান উল মারসুসের ছবি শাহবাজকে দেন মুনির। নৈশভোজের সেই দৃশ্য প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় বিরাট কটাক্ষের মুখে পড়েছে পাক সেনাপ্রধানের এই কাণ্ড।
ছবিটি দেখেই নেটিজেনদের অধিকাংশ দাবি করেছেন, এটা মোটেই অপারেশন বুনইয়ান উল মারসুসের ছবি নয়। বরং চিনের ক্ষেপণাস্ত্র মহড়ার ছবি। বছর চারেক আগে সামরিক মহড়ার এই ছবিটি প্রকাশ করেছিল পিএলএ। সেটাই ডাউনলোড করে বাঁধিয়ে দেওয়া হয়ে বলে মত নেটদুনিয়ার। চিনা সেনাবাহিনীর পিএইচএল-০৩ রকেট লঞ্চারকে ভারতের বিরুদ্ধে সাফল্য হিসাবে তুলে ধরছে পাক সেনা, এমনটাই বলছে নেটদুনিয়া। বুনইয়ান উল মারসুস অভিযান যদি সত্যিই ঘটে থাকে তাহলে তার ছবি পাক সেনার হাতে নেই কেন, উঠছে সেই প্রশ্নও।
পাকিস্তানের ছবি ‘চুরি’ নিয়ে খোঁচা দিতে গিয়ে এআইএমআইএম সাংসদ বলেন, “চিনের সামরিক মহড়ার ছবিকে ভারতের বিরুদ্ধে যুদ্ধজয়ের ছবি বলে চালাচ্ছে। এই বোকা ভাঁড়গুলো আবার ভারতের সঙ্গে পাল্লা দিতে চায়। আসলে টুকতে গেলেও তো কিছুটা বুদ্ধি দরকার, ওদের সেটাও নেই। পাকিস্তান যা বলে তার একবিন্দুও বিশ্বাস করা যায় না।” উল্লেখ্য, সংসদের সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হিসাবে আপাতত কুয়েতে রয়েছেন ওয়েইসি। সেখান থেকেই সোমবার তোপ দাগেন পাকিস্তানকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.