সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুপ্তচরবৃত্তির অভিযোগে আমেরিকায় গ্রেপ্তার হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বিদেশনীতির পরামর্শদাতা অ্যাশলে টেলিস। তাঁকে গ্রেপ্তার করেছে আমেরিকার ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। তবে চরবৃত্তির সব অভিযোগ তিনি খারিজ করে দিয়েছেন।
অ্যাশলের আইনজীবী একটি বিবৃতিতে জানিয়েছে, ‘অ্যাশলে জে টেলিস একজন পণ্ডিত মানুষ। তাঁর যথেষ্ট সুনাম রয়েছে। তিনি একজন এবং অভিজ্ঞ উপদেষ্টা। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র প্রতিবাদ জানাবো। বিশেষ করে, অন্য দেশের হয়ে চরবৃত্তির করার যে গুরুতর অভিযোগ আনা হয়েছে, তা ভিত্তিহীন।’ অন্যদিকে, অ্যাশলের গ্রেপ্তারির পরই মুখ খুলেছেন প্রাক্তন সিআইএ আধিকারিক গ্লেন কার্লে। তিনি বলেন, “আমি নিশ্চিত তিনি একজন চিনা গুপ্তচর। কারণ, তিনি যে কাজ করেছেন তাঁর ব্যখ্যা দুটি হতে পারে। হয় তিনি চরম বোকা। না হলে গুপ্তচর।” তিনি আরও বলেন, “হতে পারে তিনি চাইতেন, তাঁর দ্বারা অনুপ্রাণিত হয়ে অন্যরাও নিয়ম ভাঙুক। এটাই তাঁর কাছে আনন্দের বিষয় ছিল।”
প্রসঙ্গত, গত সপ্তাহে টেলিসকে গ্রেপ্তার করেছে এফবিআই। সম্প্রতি টেলসির বিরুদ্ধে তারা আদালতে চার্জশিট পেশ করেছে। সেখানে জানানো হয়েছে, ২০২৩ সালে ওয়াশিংটনের কাছে এক রেস্তোরাঁয় চিনের আধিকারিকদের সঙ্গে গোপন বৈঠক করেন। সেখানে মার্কিন বায়ুসেনা কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগাচ্ছে তা ফাঁস করা হয়। সিসিটিভি ফুটেজ তুলে ধরে বলা হয়েছে, বৈঠকের আগে ওই রেস্তোরাঁয় বেশকিছু ফাইল নিয়ে গিয়েছিলেন টেলিস। ফেরার সময় সেগুলি আর তাঁর হাতে দেখা যায়নি। এমনকী টেলিসের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে এফবিআই “টপ সিক্রেট” এবং “সিক্রেট” লেখা ১,০০০ পৃষ্ঠারও বেশি নথিপত্র পেয়েছে। টেলিসের বিরুদ্ধে জাতীয় প্রতিরক্ষা তথ্য আইন লঙ্ঘনের অভিযোগ এনেছে এফবিআই। তিনি দোষী সাব্যস্ত হলে ন্যূনতম ১০ বছর জেল এবং মোটা অঙ্কের জরিমানা হতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.