Advertisement
Advertisement
Pakistan

চরমে ভারত বিদ্বেষ! অভিনন্দনকে আটক করা সেই পাক জওয়ানের শেষকৃত্যে আসিম মুনির

মইজের শেষকৃত্যে পাক সেনাপ্রধানের উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Asim Munir attends funeral of Pakistan Army major Moiz Abbas Shah who claimed to capture Abhinandan Varthaman
Published by: Subhodeep Mullick
  • Posted:June 26, 2025 5:29 pm
  • Updated:June 26, 2025 5:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানেই জঙ্গিদের হাতে ‘খুন’ হয়েছেন ভারতীয় বায়ুসেনার তৎকালীন উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করা সেই পাক জওয়ান। এবার তাঁর শেষকৃত্যে দেখা গেল পাক সেনাপ্রধান আসিম মুনিরকে। এই সংক্রান্ত একটি ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও ছবিটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, নিহত জওয়ান মেজর মইজ আব্বাস শাহের শেষকৃত্য চলছে এবং সেখানে রয়েছেন মুনির। এছাড়াও সেখানে উপস্থিত হয়েছেন পাকিস্তান সেনার অন্যান্য আধিকারিক এবং মইজের পরিবারের সদস্যরা। মইজের শেষকৃত্যে পাক সেনাপ্রধানের উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ওয়াকিবহাল মহলের মতে, মইজ ভারতের অভিনন্দনকে আটক করেছিলেন। তাই মইজের শেষকৃত্যে যোগদান করে পরোক্ষভাবে মুনির তাঁর ভারত বিদ্বেষকেই উসকে দিয়েছেন।       

মঙ্গলবার পাকিস্তান সেনার তরফে জানানো হয়, খাইবার পাখতুন প্রদেশে সন্ত্রাসবাদী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) জঙ্গিদের সঙ্গে পাকিস্তান সেনার সংঘর্ষ বাঁধে। সেখানেই নিহত হয়েছেন মইজ-সহ আরও এক পাক জওয়ান। অভিযানে ১১ জন জঙ্গির মৃত্যু হয় বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় জম্মু থেকে শ্রীনগরের যাওয়ার পথে সেনাদের কনভয়ে বিস্ফোরণ ঘটায় জইশ জঙ্গি গোষ্ঠী। ওই বিস্ফোরণে শহিদ হন ৪০ জনের বেশি জওয়ান। ১২ দিনের মাথায় আকাশপথে পাকিস্তানের বালাকোটে ঢুকে জইশদের জঙ্গিঘাঁটিতে পালটা হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। ধ্বংস করে দেয় বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি। এরপর আকাশপথে ভারতে ঢুকে পালটা হামলার চেষ্টা চালায় পাকিস্তানি যুদ্ধ বিমান এফ-১৬। যদিও ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের সেই পরিকল্পনা সফল হতে দেয়নি। বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন মিগ-২০০ নিয়ে পাক যুদ্ধবিমানটিকে ধাওয়া করে পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়েন। এবং গুলি করে নামান পাকিস্তানি এফ-১৬ বিমানটিকে। এই ঘটনার পরেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়ায় উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে বন্দি করে সে দেশের প্রশাসন। এদিকে অভিনন্দনের মুক্তির দাবিতে সোচ্চার হয় ভারত-সহ গোটা বিশ্ব। পাকস্তানকে হুঁশিয়ারি দেয় রাষ্ট্রসঙ্ঘও। অবশেষে কূটনৈতিক চাপের কাছে মাথা নত করতে বাধ্য হয় পাকিস্তান। মুক্তি দেওয়া হয় অভিনন্দন বর্তমানকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement