Advertisement
Advertisement
Michigan

ফের রক্তাক্ত আমেরিকা, মিশিগানে ভরা শপিং মলে ছুরি হামলা উন্মত্ত যুবকের

অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

At least 11 people stabbed in America's Michigan
Published by: Subhodeep Mullick
  • Posted:July 27, 2025 11:58 am
  • Updated:July 27, 2025 11:58 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রক্তাক্ত আমেরিকা। মিশিগানে ভরা শপিং মলে ধারাল ছুরি নিয়ে হামলা চালাল এক যুবক। ঘটনায় আহত হয়েছেন আন্তত ১১ জন। তার মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, শনিবার স্থানীয় সময় বিকেল ৪টে ৪৫ মিনিট নগাদ আমেরিকার ট্র্যাভার্স শহরের একটি শপিং মলে প্রবেশ করেন এক যুবক। কিছুক্ষণ পর তিনি আচমকা একটি ধারাল ছুরি নিয়ে আশাপাশের লোকজনের উপর চড়াও হন। এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অন্তত ১১ জন। এরপরই অভিযুক্ত সেখান থেকে চম্পট দেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে হাসপাতাল সূত্রে খবর, তাঁদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। এরপরই ঘটনার তদন্তে নামেন পুলিশকর্তারা। খতিয়ে দেখা হয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ। দীর্ঘক্ষণ তল্লাশির পর অবশেষে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের এক আধিকারিক বলেন, “আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্য়ে ৬জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। তাঁকে ডিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।”  

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ