Advertisement
Advertisement
Pakistan

তালিবানের হামলায় ফের রক্তাক্ত পাকিস্তান! সেনা কনভয় লক্ষ্য করে গুলিবৃষ্টি, নিহত ১২ জওয়ান

ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে।

At least 12 Pakistani soldiers killed in attack on military convoy by TTP
Published by: Subhodeep Mullick
  • Posted:September 13, 2025 2:21 pm
  • Updated:September 13, 2025 2:40 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তালিবানের হামলায় ফের রক্তাক্ত পাকিস্তান। সেনা কনভয় লক্ষ্য করে পর পর গুলি। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১২ জন জওয়ানের। এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান(টিটিপি)।

Advertisement

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, শনিবার ভোর ৪টে নাগাদ ফকির সরাই এলাকা দিয়ে সেনার কনভয়টি যাচ্ছিল। সেই সময় কনভয় লক্ষ্য করে পর পর গুলি চালায় জঙ্গিরা। তারপরই রক্তে ভেসে যায় চারদিক। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১২ জন জওয়ানের। তবে আহতের সংখ্যা এখনও জানা যায়নি। সূত্রের খবর, মারণ হামলা চালানোর পরই সেখান থেকে চম্পট দেয় জঙ্গিরা। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় সেনা এবং পুলিশ। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তালিবানের হামলায় এর আগেও রক্তাক্ত হয়েছে পাকিস্তান। গত জুন মাসে খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় একটি ফিঁদায়ে জঙ্গি হামলা হয়। সেখানে মৃত্যু হয় ১৬ জন জওয়ানের। 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই পাকিস্তানের মাথাব্যাথার অন্যতম বড় কারণ এই আফগানিস্তানের মদতপুষ্ট টিটিপি জঙ্গি। খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান-সহ পাক-আফগান সীমান্ত এই জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত। সেখান থেকে প্রায়শই পাক সেনাবাহিনীর উপর চলে মারণ হামলা। এদিকে, এই অঞ্চলগুলোর মধ্যে দিয়ে গিয়েছে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি। সেখানেও চিনা আধিকারিকদের উপর বহুবার হামলা চালিয়েছে এই জঙ্গিরা। ওই অঞ্চলে লাগাতার জঙ্গি হামলায় ধাক্কা খেয়েছে পাকিস্তানের অর্থনীতিও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ