Advertisement
Advertisement
Mozambique

মোজাম্বিকে নৌকাডুবি! মৃত্যু ৩ ভারতীয়র, নিখোঁজ বহু

কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

At least 3 Indians dead after boat capsizes in Mozambique
Published by: Subhodeep Mullick
  • Posted:October 18, 2025 2:49 pm
  • Updated:October 18, 2025 2:50 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্ব আফ্রিকার মোজাম্বিকে নৌকাডুবি! ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, তাঁরা প্রত্যেকেই ভারতীয় নাগরিক। পাশাপাশি, ঘটনার পর থেকে নিখোঁজ আরও পাঁচ জন। তাঁদের খোঁজে চলছে তল্লাশি।

Advertisement

মোজাম্বিকের ভারতীয় দূতাবাস জানিয়েছে, শুক্রবার সকালে বেইরা বন্দরের কাছে আচমকা যাত্রীসমেত নৌকাটি উলটে যায়। ভিতরে মোট ১৪ জন ভারতীয় নাগরিক ছিলেন। তবে তাঁর প্রত্যেকেই ওই নৌকার ‘ক্রু’ ছিলেন। তাঁদের মধ্যে অন্তত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বাকি পাঁচ জনের এখনও কোনও হদিস মেলেনি। তাঁদের খোঁজে চলছে তল্লাশি। বাকিদের উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ওই নৌকায় ১৪ জন ভারতীয় ‘ক্রু’ ছাড়া আর কেউ উপস্থিত ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি, কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল, সেটাও এখনও জানা যায়নি।

গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছে মোজাম্বিকের ভারতীয় দূতাবাস। তারা জানিয়েছে, বেইরা বন্দরের কাছে নৌকাডুবির ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে তিন জন ভারতীয়। এই ঘটনায় আমরা গভীর শোকাহত। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। মৃত ভারতীয় নাগরিকদের পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি।    

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ