হামলার পর উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে আহতদের। ছবি: সোশাল মিডিয়া।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভর সন্ধ্যায় জার্মানির বুকে হামলা। জনবহুল শহর হামবুর্গের রেল স্টেশেনে ছুরি নিয়ে জনতার উপর হামলা চালাল একদল যুবক। জখম অন্তত ১২। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জার্মানি পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করেছে। জেরায় সে জানিয়েছে, জেহাদি মতে বিশ্বাসী। তবে এহেন আক্রমণের উদ্দেশ্য সম্পর্কে এখনও অন্ধকারে তদন্তকারীরা। জার্মানির বুকে ‘লোন উলফ অ্যাটাক’ কিনা খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে জার্মানি সফরে রয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি থাকাকালীন এই হামলায় উদ্বেগ বেড়েছে। যদিও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে জার্মান পুলিশের তরফে।
ঘটনা ঠিক কী? জানা যাচ্ছে, শুক্রবার সন্ধ্যায় হামবুর্গ স্টেশনের ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মের মাঝে আচমকাই জনতার উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এক যুবক। একে একে সাধারণ মানুষকে কোপাতে থাকে। অন্তত ১২ জন জখম হয়ে লুটিয়ে পড়েন। ততক্ষণে হামলার খবর পৌঁছে গিয়েছে পুলিশের কাছে। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এক্স হ্যান্ডলে পোস্ট করে জার্মান পুলিশ জানিয়েছে, জখম ১২ জনকে দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়া হয়। তার মধ্যে ৩-৪ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকিরা কমবেশি আঘাত নিয়ে হাসপাতালেই ভর্তি।
রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে হামলাকারী যুবককে। তার নাম-পরিচয় এখনও প্রকাশ্যে আনেনি পুলিশ। তবে জেরায় সে জানিয়েছে, জেহাদে বিশ্বাসী। সেই থেকেই এমন কাজ বলে প্রাথমিক অনুমান। তবে সাধারণ মানুষের উপর হামলার নেপথ্যে ঠিক কী কারণ, তা স্পষ্ট করেনি ধৃত যুবক। তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা বুঝতে চাইছেন, সে কোনও জঙ্গি সংগঠনের সদস্য নাকি ‘লোন উলফ’। দীর্ঘ সময় পর জার্মানির বুকে এমন হামলা ঘটল বলে জানাচ্ছে প্রশাসন। নিরাপত্তা বাড়ানো হলে পুলিশের মাথাব্যথা বেড়েছে নিঃসন্দেহে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.