Advertisement
Advertisement
Beijing Warns Mike Pompeo

‘তাইওয়ান চিনের অংশ নয়’, মন্তব্যের জেরে মার্কিন স্বরাষ্ট্র সচিবকে হুমকি ড্রাগনের

বিতর্কিত মন্তব্য করে মাইক পম্পেও ঝামেলা আরও বাড়াচ্ছেন বলে অভিযোগ বেজিংয়ের।

Beijing Warns Action After Mike Pompeo Says
Published by: Soumya Mukherjee
  • Posted:November 14, 2020 3:55 pm
  • Updated:November 14, 2020 3:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের পরেও বন্ধ হচ্ছে না চিনের সঙ্গে আমেরিকার দ্বৈরথ। দু’দিন আগে একটি সাক্ষাৎকারে মার্কিন স্বরাষ্ট্র সচিব মাইক পম্পেও তাইওয়ান চিনের অংশ নয় বলে মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের জবাব দিতে গিয়ে মার্কিন স্বরাষ্ট্রসচিবকে সরাসরি হুমকি দিল শি জিনপিংয়ের প্রশাসন। বিষয়টির জেরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

Advertisement

গত বৃহস্পতিবার আমেরিকার একটি রেডিও সংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে মাইক পম্পেও (Mike Pompeo) বলেছিলেন, ‘তাইওয়ান (Taiwan) চিনের অংশ নয়। এবিষয়ে আজ থেকে সাড়ে তিন দশক আগে রোনাল্ড রেগান প্রশাসনের ঠিক করে দেওয়া নীতি মেনেই চলছে হোয়াইট হাউস। তাইওয়ানের মতো গণতান্ত্রিক দেশগুলিকে যেকোনও রকম সাহায্যের জন্য প্রস্তুত রয়েছে আমেরিকা। অতীতের মতো ভবিষ্যতেও তাইওয়ানকে সাধ্যমতো সাহায্য করব আমরা।’

[আরও পড়ুন: অবশেষে ট্রাম্পের গলায় ‘পরাজয়ের সুর’, আত্মবিশ্বাসে ফাটল বিদায়ী প্রেসিডেন্টের!]

শুক্রবার মার্কিন স্বরাষ্ট্র সচিবের মন্তব্যের জবাব দিতে গিয়ে তাঁর প্রবল সমালোচনা করে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন। এই ধরনের মন্তব্য করে উত্তেজনা তৈরি করলে যোগ্য জবাব দেওয়া হবে বলেও হুমকি দেন তিনি। এপ্রসঙ্গে বলেন, ‘তাইওয়ান চিনের অবিচ্ছেদ্য অংশ। এই সংক্রান্ত সবকিছু চিনের অভ্যন্তরীণ বিষয়। বাইরের কোনও শক্তি তাইওয়ানের ব্যাপারে নাক গলাতে এলে তাকে যোগ্য জবাব দেওয়া হবে। আমেরিকা ও চিনের মধ্যে বর্তমানে যে বিবাদ চলছে তাতে তাইওয়ানই হল সবচেয়ে স্পর্শকাতর বিষয়। মার্কিন স্বরাষ্ট্রসচিব বিতর্কিত মন্তব্য করে সমস্যা সমাধানের জায়গায় তা আরও বাড়িয়ে তুলছেন।’

বেজিং এই বিষয়ে মাইক পম্পেওর বিরুদ্ধে সরব হলেও ভূয়সী প্রশংসা করেছেন তাইওয়ান বিদেশ মন্ত্রকের মুখপাত্র জোয়ান উ। তিনি বলেন, দ্য রিপাবলিক অব চায়না অর্থাৎ তাইওয়ান একটি সার্বভৌম ও স্বাধীন দেশ। এটা কখনই অস্বীকার করা যাবে না।

[আরও পড়ুন: টাইফুন ভামকোর তাণ্ডবে বিপর্যস্ত ভিয়েতনাম, ফিলিপিন্সে মৃত কমপক্ষে ৫৩]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement