Advertisement
Advertisement
Palestine

ফ্রান্স, ব্রিটেন, কানাডার পর এবার প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদার অঙ্গীকার বেলজিয়ামের

তবে নির্দিষ্ট শর্তের কথাও জানিয়েছে তারা।

Belgium to recognise Palestinian statehood, impose sanctions on Israel
Published by: Biswadip Dey
  • Posted:September 2, 2025 7:25 pm
  • Updated:September 2, 2025 7:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেবে বেলজিয়াম। এর আগে ফ্রান্স, ব্রিটেন ও কানাডা এই ঘোষণা করেছিল। এবার বেলজিয়ামও জানিয়ে দিল, এই মাসের শেষেই রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে তারা এই সমর্থন জানাবে। সেদেশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম প্রেভট এমনটা জানিয়েছেন।

Advertisement

মঙ্গলবার সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘রাষ্ট্রসংঘের অধিবেশনে বেলজিয়াম প্যালেস্টাইনকে স্বীকৃতি দেবে! এবং ইজরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’ তিনি জানিয়েছেন, তেল আভিভের বিরুদ্ধে ১২টি নিষেধাজ্ঞা জারি করবে। যার মধ্যে রয়েছে ওয়েস্ট ব্যাঙ্কে অবৈধ ইজরায়েলি বসতি থেকে পণ্যের আমদানির উপরে নিষেধাজ্ঞা এবং ইজরায়েলি সংস্থাগুলির সঙ্গে সরকারি স্তরে বাণিজ্যিক লেনদেনের মূল্যায়ন।
তবে প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে দু’টি শর্তের উল্লেখ করেছেন প্রিভট। জানিয়েছেন, গাজা থেকে শেষতম পণবন্দিকেও মুক্তি দিতে হবে। এবং হামাসের কোনওরকম ভূমিকাই থাকবে প্যালেস্টাইনকে নিয়ন্ত্রণের বিষয়ে।

উল্লেখ্য, গত জুলাইয়েই কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা করেন, প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেবেন তাঁরা। এর আগে ফ্রান্স এবং ব্রিটেনের তরফে জানানো হয়েছিল, গাজায় যুদ্ধ বন্ধ না হলে প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেবে তারা। তবে ব্রিটেনও শর্ত আরোপ করেছে। জানানো হয়েছে, সেক্ষেত্রে ৭ অক্টোবরে পণবন্দিদের মুক্তি, যুদ্ধবিরতিতে সম্মতি ও অস্ত্রত্যাগের প্রতিশ্রুতি দিতে হবে হামাসকে। একইসঙ্গে তাদের জানাতে হবে, গাজার শাসন ব্যবস্থায় তাদের কোনও ভূমিকা থাকবে না।

প্রসঙ্গত, হামাস নিধন যজ্ঞে নেমে গাজাকে কার্যত ‘নরকে’ পরিণত করেছে ইজরায়েল। গোটা গাজা হয়ে উঠেছে আস্ত ধ্বংসস্তূপ। এহেন পরিস্থিতির মাঝেই জানা গেল গাজা থেকে ২০ লক্ষ বাসিন্দাকে সরানোর প্রস্তুতি শুরু হয়েছে। মার্কিন আধিকারিকদের কাছে থাকা নথিপত্রের তথ্য তুলে ধরে ওই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, আমেরিকা গাজাকে নতুন করে সাজিয়ে তোলার নয়া পরিকল্পনা করেছে। এই প্রকল্পে সেখানকার ২০ লক্ষ বাসিন্দাকে অস্থায়ীভাবে সরানো হবে মিশর, কাতারের মতো দেশগুলিতে। যতদিন না গাজাকে নতুন করে সাজানো হচ্ছে ততদিন দেশছাড়া হয়ে থাকতে হবে বাসিন্দাদের। প্রকল্প বাস্তবায়িত হতে অন্তত চার বছর সময় লাগবে বলে মনে করা হচ্ছে। এই সময়কালে গাজার বাসিন্দাদের বাইরে থাকার ভাড়ার ভর্তুকি, ডিজিটাল টোকেন ও নগদ কিছু অর্থ দেওয়া হবে। এক বছর পর্যন্ত খাবারের ব্যবস্থা করা হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement