সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর নির্দেশেই হত্যালীলা চলছে গাজায়, তিনিই আবার শোকপ্রকাশ করছেন! গাজা উপত্যকায় ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) এই দু’মুখো নীতিতে বিস্মিত গোটা বিশ্ব। সম্প্রতি গাজার হাসপাতালে বোমা হামলা চালিয়ে সাংবাদিক, চিকিৎসক-সহ ২০ জনের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করলেন নেতানিয়াহু। অতীতের মতো এবারও তাঁর আশ্বাস এই ঘটনার তদন্ত হবে।
হামাসের বিরুদ্ধে তিন বছরের বেশি সময় ধরে চলতে থাকা যুদ্ধে এবার শেষ কামড় দিতে প্রস্তুত হয়েছে ইজরায়েল সেনা। গোটা গাজা দখলের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। সেই লক্ষ্যে শুরু হয়েছে অভিযান। দুর্ভিক্ষের কবলে চলে যাওয়া গাজায় মুহুর্মুহু বোমা বর্ষণ করা হচ্ছে। কুকুর-বেড়ালের মতো মরছে সাধারণ মানুষ। এর মাঝেই গত সোমবার গাজার নাসের হাসপাতালে হামলা চালিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা। এই হামলা মৃত্যু হয়েছে পাঁচ সাংবাদিক-সহ ২০ জনের। হাসপাতালে হামলার কথা জানিয়েছে প্যালেস্টাইনের স্বাস্থ্যকর্মীরা। প্রথমে হাসপাতালে চতুর্থতল ও পরে দ্বিতীয় তলে হামলা হয়। এই হামলায় আল জাজিরা, রয়টর্সের ৫ জন সাংবাদিক ও চিত্র সাংবাদিকের মৃত্যু হয়। এছাড়াও মৃত্যু হয়েছে চিকিৎসক ও হাসপাতাল কর্মী-সহ মোট ২০ জনের। কাপুরুষোচিত এই হামলার তথ্য প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় ওঠে।
ব্যাপক সমালোচনার জেরে এরপরই এই ইস্যুতে মুখ খোলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলেন, “নাসির হাসপাতালে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। ইজরায়েল সাংবাদিক, স্বাস্থ্যকর্মী-সহ সকল নাগরিকদের সম্মান করে। তাঁদের কাজকে শ্রদ্ধা করে। সেখানে এই ধরনের মর্মান্তিক ঘটনায় আমি শোকপ্রকাশ করছি। আমাদের সেনা আধিকারিকরা এই ঘটনার তদন্ত করছে।” একইসঙ্গে বলেন, আমাদের একমাত্র লক্ষ্য হল জঙ্গি হামাসকে ধ্বংস করা। এবং আমাদের পণবন্দি নাগরিকদের নিরাপদে ফেরানো।”
এই ঘটনা অবশ্য প্রথমবার নয়। এর আগে গত জুলাই মাসে গাজার একমাত্র গির্জা ইহুদি সেনার গোলাবর্ষণের জেরে গির্জার যাজক গ্যাব্রিয়েল রোমালেনিও-সহ তিন জনের মৃত্যু হয়। পাশাপাশি আহত হন আরও অন্তত ১০ জন। নৃশংস এই হামলার তীব্র নিন্দার মুখে পড়ে ইজরায়েল। চাপের মুখে এই ঘটনা ভুলবশত ঘটেছে বলে জানান নেতানিয়াহু। ঘটনায় তদন্তেরও নির্দেশ দিয়েছিলেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.