Advertisement
Advertisement
SpaceX

স্পেসএক্সের উৎক্ষেপণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, আপাতত স্থগিত স্টারশিপ মিশন

এখনও পর্যন্ত কোনও হতাহাতের খবর মেলেনি।

Big explosion rocks Elon Musk's SpaceX base during Starship testing
Published by: Subhodeep Mullick
  • Posted:June 19, 2025 11:55 am
  • Updated:June 19, 2025 11:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিপত্তি! আমেরিকার টেক্সাসে অবস্থিত স্পেসএক্সের উৎক্ষেপণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ। এর জেরে স্টারশিপের আগামী সব মিশন আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে বলে খবর। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহাতের খবর মেলেনি।

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার এলন মাস্কের স্টারশিপ ৩৬-এর একটি গুরুত্বপূর্ণ স্ট্যাটিক ফায়ার পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে স্পেসএক্সের উৎক্ষেপণ কেন্দ্র। ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে সংস্থাটির তরফে। সূত্রের খবর, এই বিস্ফোরণের জেরে স্টারশিপের প্রোটোটাইপে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে স্টারশিপের আগামী সব মিশন আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে বলে খবর। আগামী ২৯ জুন সংস্থাটি তাদের পরবর্তী স্পেস স্টারশিপ উৎক্ষেপণের কথা ভাবছিল। কিন্তু তার মাঝেই ঘটে গেল অঘটন।

প্রসঙ্গত, এবছর শুরুতেই ব্যর্থ হয় মাস্কের স্টারশিপ। উৎক্ষেপণের পর পরই নিয়ন্ত্রণ হারিয়ে ধ্বংস হয়ে যায় স্পেস স্টারশিপটি। লাইভ স্ট্রিমিং চলাকালীন দেখা যায় উৎক্ষেপণ হতে না হতেই ইঞ্জিন বন্ধ হয়ে যায় মহাকাশযানের। ওই অবস্থায় বাহামাসের উপর বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে যায় মহাকাশযানটি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement