সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরমাণু যুদ্ধের উসকানি দিচ্ছে ভারতই! বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন পাক মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তাঁর কথায়, সিন্ধু জলচুক্তি নিয়ে ভারত যা আচরণ করছে তাতে জল নিয়ে প্রথমবার পরমাণু যুদ্ধ বেঁধে যেতে পারে। বিলাওয়াল আরও বলেন, বিশ্বের সমস্ত দেশই নিজেদের জলের অধিকারের জন্য লড়াই করে। ভারত যেভাবে সিন্ধু জলচুক্তি বাতিল করেছে সেটা যুদ্ধ ঘোষণার সমান।
আমেরিকার মিডল ইস্ট ইনস্টিটিউশনে বক্তৃতা দিতে গিয়ে বিলাওয়াল বলেন, “এমন একটা যুগে আমরা রয়েছি যেখানে আবহাওয়ার সমস্যা আসবে। জলের অভাব এবং তার জন্য যুদ্ধও হতে পারে। পাকিস্তানের জল সরবরাহ বন্ধ করে দিয়ে প্রথমবার জলের জন্য পরমাণু যুদ্ধ বাঁধার মতো পরিস্থিতি তৈরি করছে ভারত। যুদ্ধজিগির তৈরির জন্য একথা বলছি না। এটা আমাদের অস্তিত্বের সংকট। বিশ্বের যেকোনও দেশই তাদের জলের অধিকারের জন্য লড়াই করেছে।”
দিনকয়েক আগে রাষ্ট্রসংঘের হিমবাহ সংক্রান্ত অধিবেশনে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, “একতরফাভাবে সিন্ধু জলচুক্তি স্থগিত করে দিয়েছে ভারত। এমন আচরণ নিন্দনীয়। এইভাবে চুক্তি স্থগিত রাখা এবং ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে লক্ষ লক্ষ মানুষের জীবন বিপন্ন করা কিছুতেই মেনে নেবে না পাকিস্তান।” পাক প্রধানমন্ত্রীর পালটা দিয়ে কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী কীর্তবর্ধন সিং বলেছিলেন “সিন্ধু জলচুক্তির শর্ত সংশোধনের প্রয়োজন রয়েছে। কারণ প্রযুক্তি, জনবিন্যাস, আবহাওয়া সবকিছুই পালটে গিয়েছে। সেই সঙ্গে পাক মদতপুষ্ট সীমান্ত সন্ত্রাসও বাড়ছে। তাই চুক্তির বর্তমান শর্ত মেনে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। পাকিস্তান নিজেই সিন্ধু জলচুক্তি লঙ্ঘন করছে। তাই ভারতকে অযথা দোষারোপ করা বন্ধ করুক ওরা।”
উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল করেছে দিল্লি। যা নিয়ে ক্রমাগত অপপ্রচার চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। বারবার দাবি করছে, ভারত নাকি এই চুক্তি লঙ্ঘন করেছে। কিন্তু ভারত আগেও রাষ্ট্রসংঘে জানিয়েছে পাকিস্তানের উপর আস্থা রেখে, বিশ্বাস করে ৬৫ বছর আগে ভারত এই চুক্তি করেছিল। কিন্তু সেই বিশ্বাস ভেঙে ভারতের বুকে ৩টি যুদ্ধ ও হাজার হাজার জঙ্গি হামলা চালিয়েছে পাক সন্ত্রাসীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.