Advertisement
Advertisement
Samik Bhattacharya

পাকিস্তানকে ‘জঙ্গি রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করা হোক! সন্ত্রাসবাদের মুখোশ খুলতে ফ্রান্সে দাবি শমীকের

'কূটনৈতিকভাবে একঘরে করে দেওয়া হোক', দাবি বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাটার্যর।

BJP MP Samik Bhattacharya demands to declaire Pakistan as 'terrorist state' from France
Published by: Sucheta Sengupta
  • Posted:May 27, 2025 4:56 pm
  • Updated:May 27, 2025 5:10 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পহেলগাঁও জঙ্গি হামলায় পাক-যোগ, সন্ত্রাসে মদতদাতা প্রতিবেশী দেশের মুখোশ খুলতে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরছে কেন্দ্রের সর্বদলের সংসদীয় প্রতিনিধিরা। জঙ্গি হামলার পালটা দিতে পাকিস্তানকে সবক শেখাতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরা হয়েছে বিশ্ব দরবারে। তবে প্রতিনিধি দলের মূল লক্ষ্য, আন্তর্জাতিক মঞ্চে ‘সন্ত্রাসী’ পাকিস্তানের মুখোশ খুলে ফেলা। সেই কাজ করতে এই মুহূর্তে ফ্রান্স সফরে রয়েছেন প্রতিনিধি দলের একাংশ। সেখানে পাকিস্তান সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য দাবি তুললেন, ”পাকিস্তান এমন একটা দেশ যারা কোনওদিন শুধরাবে না। আমরা দাবি করছি, পাকিস্তানকে কূটনৈতিকভাবে একঘরে করতে হবে। সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে।”

ফ্রান্স সফরে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের সাফল্য একদফা তুলে ধরেছেন বর্ষীয়ান সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ। এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন তিনিই। রবিশংকর প্রসাদের পর শমীক ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে বলেন, ”কোন পরিস্থিতিতে ভারত অপারেশন সিঁদুর চালিয়েছিল, তা বিশ্বকে জানানো আমাদের কর্তব্য। পাকিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদকে লালনপালন করেছে। ভারতের বিরুদ্ধে জঙ্গিদের লেলিয়ে দিয়েছে।”

শমীকের কথায়, ”আমি বাংলার একজন প্রতিনিধি। আমাদের বাংলার সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে বাংলাদেশের। আর বাংলাদেশকে লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করে দেশে হামলা চালায় পাকিস্তান। এই যে পহেলগাঁওয়ে ধর্ম বেছে বেছে মারা হয়েছে, তা কীসের জন্য? ভারতের একতা ভাঙার জন্য। কিন্তু মনে রাখতে হবে, দেশবাসী ঐক্যবদ্ধ। এধরনের জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে রাজনৈতিক দল হোক বা সাধারণ মানুষ সকলে এককাট্টা। ভারতের ঐক্য ভাঙার ব্যর্থ প্রচেষ্টা করছে পাকিস্তান।” এ প্রসঙ্গে শংকরাচার্যের বাণী স্মরণ করে বিজেপি সাংসদ বলেন, ”ভারত চায় না প্রতিবেশী ভাইদের উপর আঘাত হানতে। কিন্তু পাকিস্তান এমনটা ভাবছে না। তারা সর্বদা ভারতের উপর খড়গহস্ত।” শমীকের এই বক্তব্য বেশ প্রশংসিত হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement