Advertisement
Advertisement

Breaking News

Ravi Shankar Prasad

ডেনমার্কে সভার বাইরে ভারতবিরোধী স্লোগান পাকিস্তানিদের, কড়া জবাব দিল্লির ‘সৈনিক’ রবিশংকরের

কী বললেন রবিশংকর?

BJP's Ravi Shankar Prasad Slams Anti-India Slogans In Copenhagen
Published by: Subhodeep Mullick
  • Posted:May 31, 2025 1:08 pm
  • Updated:May 31, 2025 2:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও সন্ত্রাস এবং অপারেশন সিঁদুরের পর ভারতের অবস্থান এবং পাকিস্তানের দ্বিচারিতা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই তারা উপমহাদেশের বিভিন্ন দেশে পৌঁছে গিয়েছে। বিজেপি সাংসদ রবিশংকর প্রসাদের নেতৃত্বাধীন দলটি বর্তমানে রয়েছে ডেনমার্কের কোপেনহেগেনে। শুক্রবার কোপেনহেগেনে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে কথা বলার সময় সভার বাইরে আচমকাই ভারতবিরোধী স্লোগান তোলেন কয়েকজন পাকিস্তানি। পাক যড়যন্ত্রের মুখোশ খুলে তার কড়া জবাব দিতে দেরি করেননি দিল্লির ‘সৈনিক’ রবিশংকরও। বলেন, “পাকিস্তান সবসময়ে হতাশায় বাঁচে। ওদিকে কান দেবেন না।”

পাকিস্তানকে নিশানা করে তিনি বলেন, “আমাদের সভা খুব ভালোই চলছে। কিন্ত বাইরে একদল পাকিস্তানিদের স্লোগান দিতে দেখে আমি খুব অবাক হয়েছি। ওদেরকে নিশ্চয়ই এধরনের ঘটনা ঘটানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তান সবসময়ে হতাশায় বাঁচে। ওদিকে কান দেবেন না।”

এরপরই পাক অধিকৃত কাশ্মীর এবং বালোচিস্তানে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সরব হন বিজেপি সাংসদ। বলেন, “আপনারা কি জানেন পাক অধিকৃত কাশ্মীরের মানুষজন কী পরিমাণ কষ্টের মধ্যে রয়েছেন? ভারতে ফেরার জন্য তাঁরা চিৎকার করছেন। অন্যদিকে, বালোচিস্তানে মহিলাদের প্রতি যে বর্বরোচিত আচরণ করা হয়, তা কল্পনাতীত। ভারত কোনওদিনই যুদ্ধ শুরু করেনি। প্রতিবারই পাকিস্তান শুরু করেছে। ভারত শুধু তা প্রতিরোধ করেছে।” 

কোপেনহেগেনে রবিশংকরের  নেতৃত্বে প্রতিনিধি দলটিতে রয়েছেন বিজেপি সাংসদ দাগ্গুবতী পুরন্দেশ্বরী, শমিক ভট্টাচার্য, শিবসেনা (উদ্ধবগোষ্ঠী) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী, কংগ্রেস সাংসদ গুলাম আলি খাতানা এবং অমর সিং, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবর, এবং প্রাক্তন রাষ্ট্রদূত পঙ্কজ শরণ৷

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement