বৃহস্পতিবার রাতে কাবুলে বিস্ফোরণ
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার রাতে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। জানা গিয়েছে, জঙ্গি দমনের নামে প্রতিবেশী দেশে হামলা চালিয়েছে পাকিস্তান। আফগান সরকারের বিদেশমন্ত্রীর ভারত সফরের সময়েই এই হামলা আসলে কাবুলকে ইসলামাবাদের বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল। আফগানিস্তান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, বিস্ফোরণে হতাহত খবর নেই। এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
তালিবান সরকার নিশ্চিত করেছে বিস্ফোরণের ঘটনা। তাঁরা জানিয়েছে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। জাবিউল্লাহ এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ঘটনার তদন্ত চলছে, তবে এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি এবং সবকিছু ঠিক আছে।’
এই ঘটনায় পাকিস্তানের নাম জড়িয়েছে বলেও জানা গিয়েছে। কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে পাকিস্তানি তালিবান (টিটিপি) নেতা নূর ওয়ালি মাসুদকে লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। যদিও, টোলো নিউজ মাসুদের একটি অডিও বার্তা পেয়েছে বলে জানিয়েছে। সেই বার্তায় নিজের উপর হামলার দাবি নস্যাৎ করে দিয়েছেন মাসুদ।
তালিবান কর্মকর্তারা এবং কিছু আফগান সাংবাদিকও পাকিস্তানের বিমান হামলার কথা অস্বীকার করছেন বলে জানা গিয়েছে। এই বিস্ফোরণের সময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিস্ফোরণটি এমন সময়ে ঘটেছে যখন আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফর করছেন। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে আফগান বিদেশমন্ত্রীর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.