Advertisement
Advertisement
Balochistan

আই কার্ড দেখে পাকিস্তানিদের গুলি বালোচিস্তানে! গৃহযুদ্ধে জ্বলছে পড়শি দেশ

নিহত বাসযাত্রীদের দেহ উদ্ধার হয়েছে শুক্রবার সকালে।

Bodies of slain passengers in Balochistan bus killing sent to Punjab hometowns: official
Published by: Biswadip Dey
  • Posted:July 11, 2025 5:06 pm
  • Updated:July 11, 2025 5:06 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরে স্বাধীনতাকামী বালোচ বিদ্রোহীরা এবার বড়সড় অভিযান শুরু করেছে পাকিস্তান সরকারের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে বালোচিস্তানের সারধাকা অঞ্চলে যাত্রীদের অপহরণ করে তাদের খুন করার অভিযোগ উঠল বিদ্রোহীদের বিরুদ্ধে। দাবি, আই কার্ড দেখে পরীক্ষা করা হয় অপহৃত ব্যক্তিরা পাকিস্তানি কিনা। অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে ওই হামলায়।

Advertisement

পাক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, আলাদা করে পাক পাঞ্জাব প্রদেশের বাসিন্দাদের ‘টার্গেট’ করা হয়েছে। এবং বাসটি লক্ষ্য করে লাগাতার গুলি চালানো হয় যাতে কেউ পালাতে না পারে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, একসঙ্গে চার জেলার বিভিন্ন এলাকায় ১৭টি হামলা হয়েছে। তার মধ্যেই অন্যতম বাসে হামলার ঘটনাটি। বালোচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি দাবি করেছেন, যা পরিস্থিতি সেটা গৃহযুদ্ধের।

ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, দুষ্কৃতীরা সুর-ডাকাই অঞ্চলে দু’টি বাস অপহরণ করে। রাস্তা অবরোধ করে বাসগুলি দাঁড় করিয়ে তারপর বন্দুক দেখিয়ে দশজনকে বাস থেকে নামিয়ে আনা হয়। তার আগে সকলের আই কার্ড দেখে জেনে নেওয়া হয় তাঁরা পাকিস্তানি কিনা। বিশেষত পাক পাঞ্জাব প্রদেশের বাসিন্দা কিনা।

উল্লেখ্য, প্রায় ২০ বছর ধরে স্বাধীনতা চেয়ে আন্দোলন করছে বালোচরা। চলতি বছরে জাফর এক্সপ্রেসে হামলা চালিয়ে হইচই ফেলে দিয়েছিল বালোচ লিবারেশন আর্মি। কোয়েটা থেকে পেশোয়ারগামী যাত্রীবাহী জাফর এক্সপ্রেসের দখল নেয় বিদ্রোহীরা। ২৮ পাক সেনা ও ২৬ পণবন্দির মৃত্যু হয়। মার্চ মাসের সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের পাকিস্তানে বড়সড় আঘাত হানল বালোচরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ