Advertisement
Advertisement
Texas

গাছে আটকে দেহ, মাছের মড়ক! টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮০

বন্য়ার পাশাপাশি দোসর ভূমিধসও।

Bodies On Trees, Fish Rotting, Scenes Of Flood Destruction In Texas
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:July 7, 2025 3:29 pm
  • Updated:July 7, 2025 5:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাছের ডালে আটকে দেহ। নদীতে মাছের মড়ক। টেক্সাসের ভয়াবহ বন্য়ার এমনই চিত্র এখন ভাইরাল নেট দুনিয়ায়। বন্য়ার পাশাপাশি দোসর ভূমিধসও। জোড়া প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৮০। নিখোঁজ বহু। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। কিন্তু দফায় দফায় বৃষ্টিপাতের ফলে সমস্যায় পড়তে হচ্ছে উদ্ধারকারী দলকে।

Advertisement

আমেরিকার টেক্সাসের দক্ষিণ-মধ্যাঞ্চলে গত কয়েকদিন ধরেই বর্ষার বৃষ্টিপাত হচ্ছে। গত ৪ জুলাই (শুক্রবার) হঠাৎ সেখানে বন্যা দেখা দেয়। ভারী বর্ষণের জেরে প্লাবিত হয় গুয়াদালুপে নদী। সেদিনই টেক্সাসের গভর্নর ড্যান প্যাট্রিক এনিয়ে সাংবাদিক সম্মেলনে জানান, ৪৫ মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর জল ২৬ ফুট বেড়ে যায়। যার জেরে বন্য়া ধ্বংসাত্মক রূপ নেয়। সতর্কবার্তা দেওয়ার সময়ই মেলেনি। পরিবেশবিদরা বলছেন, টেক্সাসের ইতিহাসে এই বন্যা অন্যতম বড় বিপর্যয়।

আজ সোমবার জানা গিয়েছে, বন্যার জেরে মৃত্য়ু বেড়ে হয়েছে ৮০। সবচেয়ে খারাপ পরিস্থিতি পাহাড়ি অঞ্চল কেরভিলের। সেখানে সবচেয়ে বেশি ৬৮ জন প্রাণ হারিয়েছে। যার মধ্য়ে রয়েছে ২৮ জন শিশু। প্লাবিত এলাকায় সাহায্যের জন্য হাহাকার। একের পর এক বহুতল খেলনার মতো জলের তরে ভেসে চলে গিয়েছে। প্লাবিত এলাকায় গাছের মধ্য়ে দেহ আটকে থাকতে দেখা যাচ্ছে। নদীর পাড়ে মরে গিয়ে পচছে শয়ে শয়ে মাছ। উদ্ধার অভিযানে আরও ১৭টি হেলিকপ্টার যোগ দিয়েছে। রয়েছে প্রচুর ড্রোনও। উদ্ধারকাজে নেমেছেন শয়ে শয়ে কর্মী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement