Advertisement
Advertisement
Nigerian village attack

নাইজেরিয়ায় বোকো হারামের তাণ্ডব, ৬০ গ্রামবাসীকে খুন, শতাধিক বাড়িতে আগুন

কয়েক বছর বাস্তুচ্যুত থাকার পর সম্প্রতি সেখানে ফিরেছিলেন গ্রামবাসীরা।

Boko Haram faction kills 60 in Nigerian village attack
Published by: Amit Kumar Das
  • Posted:September 8, 2025 8:53 am
  • Updated:September 8, 2025 9:11 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাইজেরিয়ায় ফের হামলা ভয়ংকর জঙ্গিগোষ্ঠী বোকো হারামের। শুক্রবার মধ্যরাতে এক গ্রামে হানা দিয়ে ৬০ গ্রামবাসীকে খুন করল জঙ্গিরা। আগুন জ্বালিয়ে দেওয়া হল শতাধিক বাড়িতে। প্রশাসনের তরফে জানা গিয়েছে, এই হামলা চালানো হয় নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশের দারুল জামা গ্রামে। হামলার খবর পেয়ে এলাকা পরিদর্শন করেন ওই অঞ্চলের গভর্নর বাবাগান জুলুম।

Advertisement

বোকো হারামের তাণ্ডবের জেরে কয়েক বছর আগে এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। এরপর প্রশাসনের আশ্বাসে সম্প্রতি সেখানে ফেলেন গ্রামবাসীরা। দারুল জামার গ্রামের এক বাসিন্দা জানান, শুক্রবার রাতে সম্পূর্ণ অতর্কিতে গ্রামে হামলা চালায় জঙ্গি দলটি। মোটরসাইকেলে এসে নির্বিচারে গুলি চালানো হয়। সমস্ত ঘরবাড়ি জ্বালিয়ে দেয় তারা। ভয়াবহ এই হামলায় ৬ সেনা সদস্য-সহ মোট ৬০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ অনেকে।

হামলার পর সেখানে গিয়ে গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন গভর্নর বাবাগান জুলুম। জনগণকে আশ্বস্ত করে তিনি জানান, দেশের মানুষের প্রতি আমার গভীর সমবেদনা রয়েছে। অনুরোধ করেছি তাঁরা যাতে বাড়ি থেকে না বের হন। প্রশাসনের তরফে এখানে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হবে। জঙ্গি হামলার জেরে এখানকার বহু মানুষ তাঁদের জীবিকা হারিয়েছেন। সমস্ত বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়েছে। এদিকে প্রশাসনের উপর আস্থা রাখতে না পেরে বহু মানুষ গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছেন বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, পশ্চিমী শিক্ষার বিরোধিতা ও দেশে শরিয়ত আইন প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৯ সালে হাতে অস্ত্র তুলে নেয় ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারাম। রাষ্ট্রসংঘের মতে নাইজেরিয়া তো বটেই প্রতিবেশী দেশ নাইজারেও তাদের দাপট ক্রমশ বেড়েছে। গ্রামে ঢুকে এই জঙ্গিদের অতর্কিত হামলায় ৩৫ হাজার সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। ঘরছাড়া হয়েছেন ২০ লক্ষের বেশি মানুষ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ