Advertisement
Advertisement
syria

যুদ্ধের মাঝেই সিরিয়ার চার্চে আত্মঘাতী বিস্ফোরণ, মৃত অন্তত ২০

এই হামলায় আইএসআইএস-এর দিকে অভিযোগের আঙুল।

Bomb blast in syria church 20 dead
Published by: Amit Kumar Das
  • Posted:June 23, 2025 8:25 am
  • Updated:June 23, 2025 8:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণদুন্দুভি বেজে উঠেছে মধ্যপ্রাচ্যে। একইসঙ্গে বাড়ছে সন্ত্রাসের আস্ফালন। ইরান-ইজরায়েল যুদ্ধের মাঝেই এবার সেই ‘ধর্মীয় ব্যাধি’র শিকার সিরিয়া। রবিবার প্রার্থনা চলাকালীন সিরিয়ার দামাস্কাসের এক চার্চে আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ২০ জনের। এই ঘটনার পিছনে আইএসআইএস জঙ্গি সংগঠনের দিকে আঙুল তুলছে সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রক।

জানা গিয়েছে, খ্রিস্টানদের পবিত্র দিন রবিবার দামাস্কাসের ডোয়াইলা এলাকায় সেন্ট ইলিয়াস গির্জায় প্রার্থনা করছিলেন বহু মানুষ। সেই সময় চার্চে প্রবেশ করেন এক ব্যক্তি। চার্চে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ওই হামলাকারী। এরপর শরীরের বিস্ফোরক বোঝাই বেল্টে বিস্ফোরণ ঘটায়। এই আত্মঘাতী হামলার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২০ জনের। পাশাপাশি আহত হয়েছেন অন্তত ৫২ জন। এখনও পর্যন্ত কোনও সংগঠন এই হামলার দায় না নিলেও সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি, এই হামলার নেপথ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের ভয়ংকর জঙ্গি সংগঠন আইএসআইএস।

এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন সিরিয়ার তথ্যমন্ত্রী হামজা মোস্তফা। এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা বলে জানিয়ে তিনি বলেন, ”এই কাপুরুষোচিত হামলা আমাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে একত্রিত করে। আমরা সবধর্মের নাগরিকদের প্রতি আমাদের অঙ্গীকারের থেকে পিছুপা হব না। এবং এইসব সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। দেশবাসীকে নিরাপত্তা দিতে এইসব নিকৃষ্ট অপরাধীদের থেকে জনগণকে রক্ষা করতে আমরা সর্বতভাবে লড়াই করব।” এদিকে হামলার এক প্রত্যক্ষদর্শী লরেন্স মামারি জানান, “ঘটনার সময়ে আমি চার্চের মধ্যেই ছিলাম। সেই সময় একব্যক্তি অস্ত্রহাতে ভিতরে প্রবেশ করে গুলি চালাতে শুরু করে। আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর আগে অনেকেই তাকে থামানোর চেষ্টা করে। যদিও ব্যর্থ হন।”

উল্লেখ্য, সম্প্রতি ইরান ও ইজরায়েল যুদ্ধে সরাসরি মাঠে নেমেছে আমেরিকা। গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইরানের পরমাণু ঘাঁটি। এই আবহে সিরিয়ার চার্চে জঙ্গি হামলার ঘটনাকে খ্রিস্টান বিদ্বেষ হিসেবে দেখছে বিশ্ব। প্রসঙ্গত, বাশার আল আসাদের পতনের পর এই প্রথম এতবড় হামলা হল সিরিয়ায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement