সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের উপরে ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরেক ‘বন্ধু’ ব্রাজিলের উপরে চাপিয়েছেন এর দ্বিগুণ, ৫০ শতাংশ শুল্ক। স্বাভাবিক ভাবেই এহেন সিদ্ধান্তে প্রবল ক্ষুব্ধ ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি এই অবস্থায় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করতে চান না। বরং তার চেয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিংবা চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ফোন করাই সঠিক কাজ মনে করছেন।
ট্রাম্প সম্প্রতি বলেছিলেন, লুলা চাইলে তাঁকে যখন খুশি ফোন করে শুল্কের বিষয়ে আলোচনা করতেই পারেন। এই মন্তব্যের প্রতিক্রিয়ায় লুলাকে বলতে শোনা গিয়েছে, ”আমি ট্রাম্পকে ফোন করতে চাই না। কেন না উনি তো কথা বলতেই চাইছেন না।” আমেরিকার ব্রাজিলের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপানোর দিনটিকে তিনি ‘সবচেয়ে আক্ষেপের দিন’ বলে উল্লেখ করেন।
এরই পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছেন ট্রাম্পের পরিবর্তে অন্য বিশ্বনেতাদের ফোন করাই তিনি শ্রেয় বলে মনে করছেন। তাঁর কথায়, ”আমি শি জিনপিংকে ফোন করতে পারি। ফোন করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। তবে পুতিনকে ফোন করব না। উনি এখন সফর করতে পারছেন না। কিন্তু বাকি বিশ্বনেতাদের আমি ফোন করব।” তাঁর ইঙ্গিত থেকে স্পষ্ট ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলিকে তিনি একসঙ্গে বাঁধতে চাইছেন আমেরিকাকে চ্যালেঞ্জ ছুড়তে। উল্লেখ্য, ব্রিকসকে বহুদিন ধরেই হুঁশিয়ারি দিয়ে আসছেন ট্রাম্প। ভারত ছাড়াও এই গোষ্ঠীতে রয়েছে ব্রাজিল, রাশিয়া, চিন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরশাহি। রিও ডি জেনেইরোতে সম্প্রতি আয়োজিত হয়েছিল এবারের ব্রিকস সম্মেলন। সেখানে ছয়টি নতুন সদস্য দেশও যোগ দিয়েছিল সম্মেলনে। সেই সম্মেলনের পর থেকেই নতুন করে ক্ষুব্ধ হতে দেখা গিয়েছিল ট্রাম্পকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.