সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ার বায়ুসেনা ঘাঁটিতে মারণ হামলা চালিয়ে পুতিনতো বটেই গোটা বিশ্বকে চমকে দিয়েছে ইউক্রেন। এই ঘটনার পর দুঃসাহসী ইউক্রেনকে যাহায্যের বহর আরও বাড়িয়ে দিল ব্রিটেন। জানানো হয়েছে, ২০২৬ সালের এপ্রিল মাসের মধ্যে জেলেনস্কির দেশকে ১ লক্ষ ড্রোন সরবরাহ করবে ব্রিটেন। ব্রিটেনের তরফে জানানো হয়েছে, মারণ ড্রোন রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের গতিপথ সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। ফলে তাদের তরফে ইউক্রেনকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে। যার জেরেই ড্রোন সাপ্লাই ১০ গুণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত রবিবার আকস্মিক হামলা চালিয়ে মহাশক্তিধর রাশিয়াকে কাঁপিয়ে দিয়েছে ইউক্রেন। বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে ‘অপারেশন স্পাইডার ওয়েব’ চালিয়েছে ভলোদিমির জেলেনস্কির দেশ। ধ্বংস করে দেওয়া হয়েছে রুশ বোমারু বিমান Tu-95, Tu22M3 ও A-50-সহ ৪১টি বিমান। জানা যায়, প্রায় দেড় বছর ধরে এই হামলার পরিকল্পনা করেছিল জেলেনস্কির দেশ। ইউক্রেন থেকে ৫ হাজার কিলোমিটার দূরে রাশিয়ার হৃদয়ে আঘাত হানতে ট্রাকের করে পাঠানো হয় ড্রোনগুলি। রাশিয়ার মতো দেশের মটিতে ইউক্রেনের এই হামলায় যারপরনাই খুশি ইউরোপ। যার জেরেই এবার ইউক্রেনকে দু’হাতে সাহায্যের সিদ্ধান্ত নিল ইউরোপের দেশগুলি।
ব্রিটেন সরকারের তরফে জানানো হয়েছে, ইউক্রেনকে আগামী এক বছরের মধ্যে ৪.৫ বিলিয়ন পাউন্ডের সেনা সহায়তা করা হবে। যার মধ্যে বেশিরভাগই হবে ড্রোন। সম্প্রতি এই ঘোষণা করা হয়েছে ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হেলির তরফে। ব্রিটেনের দাবি, চলতি বছরের শেষ হওয়ার আগেই বেশিরভাগ ড্রোন ইউক্রেনকে দেওয়া হবে। আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে সমস্ত ড্রোন ইউক্রেনে পৌঁছে যাবে। তবে শুধু ড্রোন নয়, যুদ্ধ চালিয়ে যেতে পর্যাপ্ত গোলা-বারুদও ইউক্রেনকে দেবে ব্রিটেন।
শুধু ব্রিটেন নয়, জার্মানির তরফেও ঘোষণা করা হয়েছে ইউক্রেনকে ৫ বিলিয়ন পাউন্ডের আর্থিক সহায়তা করবে জার্মানি। এই অর্থসাহায্যের মূল্য লক্ষ্য হবে ইউক্রেন যাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে। জার্মানি স্পষ্ট জানিয়েছে, রাশিয়ার মতো দেশের বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেনের ভীষণভাবে প্রয়োজন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের। পাশাপাশি সামরিক এই যুদ্ধে সামরিক অস্ত্রের যাতে কোনও ঘাটতি না পড়ে তাই ইউক্রেনের অস্ত্র উৎপাদনেও সাহায্য করবে জার্মানি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.