Advertisement
Advertisement
Kerala

‘এই অপরাধের ক্ষমা নেই’, নিমিশার ফাঁসি চেয়ে জোরাল সওয়াল নিহতের ভাইয়ের

ভারতের সংবাদমাধ্যমগুলিকেও এক হাত নিয়েছেন নিহতের ভাই।

Brother Of Yemeni Man Killed By Kerala Nurse Says, No Pardon, It's A Crime
Published by: Kishore Ghosh
  • Posted:July 16, 2025 2:34 pm
  • Updated:July 16, 2025 2:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলের বাসিন্দা নিমিশা প্রিয়ার ফাঁসি শেষ মুহূর্তে পিছিয়ে গিয়েছে। সাময়িক স্বস্তি পেয়েছে ভারতীয় নার্সের পরিবার। ১৬ জুলাই তাঁর ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল, ১৫ জুলাই জানা যায় আপাতত কার্যকর হচ্ছে না মৃত্যুদণ্ড। এই ঘটনায় অখুশি আলাল আবদু মেহদির (আলালের খুনেই সাজা হয়েছে নিমিশার) ভাই আবদেলফাত্তাহ মেহদি। তিনি বলেছেন, “নিমিশার অপরাধের কোনও ক্ষমা হতে পারে না। মৃত্যুদণ্ডই হওয়া উচিত”।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যমকেও এক হাত নিয়েছেন আবদেলফাত্তাহ। তাঁর দাবি, ভারতের সংবাদমাধ্যমগুলি “দোষী সাব্যস্ত ব্যক্তিকেই (নিমিশা) নির্যাতিত হিসাবে তুলে ধরার বিকৃত চেষ্টা করছে।” উল্লেখ্য, সোমবারই জানা গিয়েছিল, নিমিশা প্রিয়াকে বাঁচাতে এগিয়ে এসেছেন সুন্নি সম্প্রদায়ের মুসলিম ধর্মগুরু কান্দাপুরম এপি আবুবকর মুসলিয়ার। ইয়েমেনের ধর্মীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু করেন তিনি। এরপরই ইয়েমেনের ধর্মগুরু শেখ উমর হাফিজ কথা বলেন নিমিশা যেখানে কাজ করতেন সেই পরিবারের প্রধান তালাল আবদুল মেহদির সঙ্গে। সেই আলোচনাতেই শেষ মুহূর্তে নিমিশার ফাঁসি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শেখ উমরের সহকারী হুসেন সাকাফি এই কথা জানিয়েছেন।

প্রসঙ্গত, কেরলের পালাক্কড় জেলার বাসিন্দা নিমিশা প্রিয়া ২০০৮ সাল থেকে ইয়েমেনের এক হাসপাতালে কাজ করতেন। ২০১৪ সালে তাঁর স্বামী ও কন্যা ভারতে ফিরে এলেও নিমিশা সেখানে থেকে যান। এক ব্যক্তিকে হত্যার অপরাধে ২০১৭ সাল থেকে ইয়েমেনের জেলে বন্দি রয়েছেন তিনি। ২০১৮ সালে এই মামলায় তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় ইয়েমেনের আদালত। তাঁর প্রাণ বাঁচাতে এত বছর ধরে আইনি লড়াই চালিয়ে এসেছে নিমিশার পরিবার। প্রবাসী ভারতীয় ওই যুবতীর প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতির কাছে পৌঁছলে তা খারিজ করে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন সে দেশের প্রেসিডেন্ট রশিদ মহম্মদ আল আলিমি। এই পরিস্থিতিতে প্রিয়ার মৃত্যুদণ্ড রদ করতে তৎপর হয় বিদেশমন্ত্রক। অবশেষে সাময়িক ভাবে হলেও আটকানো গিয়েছে তাঁর ফাঁসি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement