Advertisement
Advertisement
Kenya

শেষকৃত্য সেরে ফেরার পথে বাস দুর্ঘটনা! মৃত্যু ২৫ জনের

আহতের সংখ্যা ৪।

Bus crash kills 25 people returning from funeral in Kenya

প্রতীকী ছবি

Published by: Subhodeep Mullick
  • Posted:August 9, 2025 5:35 pm
  • Updated:August 9, 2025 5:57 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষকৃত্য সেরে ফেরার পথে উলটে গেল বাস। ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৫ জনের। আহতের সংখ্যা ৪। শুক্রবার সন্ধ্যায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কেনিয়ায়।

Advertisement

জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় বাসটি কাকামেগা থেকে কিসুমু শহরের উদ্দেশে রওনা দিয়েছিল। যাত্রীরা স্থানীয় এক বাসিন্দার শেষকৃত্য সম্পন্ন করে ফিরছিলেন। গন্তব্যের কাছাকাছি আসতেই ঘটে যায় অঘটন। নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় যাত্রীবোঝাই বাসটি। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, বাসে মোট ২৯ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২০ জনের। বাকি পাঁচ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে। কিন্তু কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যেই গোট ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশের এক আধিকারিক বলেন, “মর্মান্তিক একটি ঘটনা। মৃতদের মধ্যে রয়েছেন ১০ জন মহিলা। কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ