Advertisement
Advertisement
California

ধর্ষণের ‘শাস্তি’! আমেরিকায় বৃদ্ধকে কুপিয়ে ‘খুন’ ভারতীয় বংশোদ্ভূত যুবকের

ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

California-based Indian man accused of killing a criminal
Published by: Subhodeep Mullick
  • Posted:September 25, 2025 2:46 pm
  • Updated:September 25, 2025 2:46 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স ৭১। খাতায় কলমে সে একজন ‘ধর্ষক’। তাই ‘শাস্তি’ দিতে তাঁকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ক্যালিফোর্নিয়ার এক ভারতীয় বংশোদ্ভূত যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম বরুণ সুরেশ। বয়স ২৯ বছর। ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ডেভিড ব্রিমার। বেশ কয়েকবছর আগে তার বিরুদ্ধে এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। দোষী সাব্যস্ত হওয়ার পর দীর্ঘ ন’বছর সে কারাদণ্ডে ছিল। সম্প্রতি ফ্রেমন্ট শহর তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার তদন্তে নামে পুলিশ। জানা যায়, তাকে কুপিয়ে খুন করা হয়েছে। এরপরই মূল অভিযুক্ত হিসাবে বরুণের নাম উঠে আসে তদন্তকারীদের হাতে। তাঁর খোঁজে শুরু হয় তল্লাশি। অবশেষে গত সোমবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের দাবি, জেরায় নিজের দোষ স্বীকার করে নিয়েছে বরুণ। সে জানিয়েছে, বহুদিন ধরে পুলিশ এবং আদালতের খাতায় ধর্ষক হিসাবের ডেভিডের নাম ছিল। তাই মৃত্যুই হল তারা একমাত্র শাস্তি। পুলিশের আরও দাবি, বহু বছর আগে থেকেই ডেভিডকে হত্যার চেষ্টা করছিল বরুণ। কিন্তু সুযোগ পাচ্ছিল না। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ