Advertisement
Advertisement
Canada

বড়সড় হামলার ছক খলিস্তানিদের! কানাডায় বাতিল হিন্দু মন্দিরের অনুষ্ঠান

গত ৩ নভেম্বর টরন্টোর নিকটবর্তী ব্রাম্পটনের হিন্দু সভা মন্দিরে তাণ্ডব চালায় খলিস্তানিরা।

Canada temple cancels camp over Khalistani attack threat
Published by: Anwesha Adhikary
  • Posted:November 12, 2024 9:55 am
  • Updated:November 12, 2024 9:55 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশের উপস্থিতিতেই মন্দিরে ঢুকে তাণ্ডব চালিয়েছে খলিস্তানিরা। তার জেরে এবার কানাডার হিন্দু মন্দিরের একটি অনুষ্ঠান বাতিল করা হল। জানা গিয়েছে, আগামী ১৭ নভেম্বর ব্রাম্পটনের ত্রিবেণী মন্দিরে ভারতীয় বংশোদ্ভূতদের জন্য একটি ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। কিন্তু গত সপ্তাহে খলিস্তানি তাণ্ডবের জেরে আপাতত সেই ক্যাম্প বাতিল করা হয়েছে।

Advertisement

গত ৩ নভেম্বর টরন্টোর নিকটবর্তী ব্রাম্পটনের হিন্দু সভা মন্দিরে তাণ্ডব চালায় খলিস্তানিরা। মারধর করা হয় হিন্দু পুণ্যার্থীদের। রেহাই মেলেনি মহিলা এবং শিশুদেরও। পরে টরন্টোর ভারতীয় হাই কমিশন জানায়, মন্দির প্রাঙ্গনেই একটি ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। মন্দির কর্তৃপক্ষের সহযোগিতায় প্রতি বছরই সেখানে কনসুলার ক্যাম্পের আয়োজন করে ভারতীয় হাই কমিশন। কানাডা এবং ভারতীয় নাগরিকদের জন্য স্থানীয় স্তরে লাইফ সার্টিফিকেট তৈরি করা হয় এই ক্যাম্পে।

চলতি বছরের ক্যাম্পে পর্যাপ্ত নিরাপত্তা মোতায়েন করার জন্য আগে থেকেই প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু সেখানে নিরাপত্তারক্ষী পুলিশ থাকলেও তাদের সামনেই মন্দিরে ঢুকে তাণ্ডব চালায় খলিস্তানিরা। ভারতীয় হাই কমিশনের তরফে বলা হয়, “গোটা ঘটনাটি যথেষ্ট উদ্বেগজনক। ভারতীয় নাগরিকদের নিরাপত্তার কথা ভেবেও আমরা চিন্তিত। কনসুলেটের ক্যাম্পে এইভাবে হামলা হওয়াটা অত্যন্ত হতাশাজনক।”

আগামী ১৭ নভেম্বর ফের মন্দির প্রাঙ্গনে স্থানীয় স্তরে লাইফ সার্টিফিকেট দেওয়ার ক্যাম্প আয়োজনের কথা ছিল। কিন্তু হিন্দু সভা মন্দিরের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সকলে। তাই ত্রিবেণী মন্দিরের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, স্থানীয় পুলিশের তরফে জানানো হয়েছে যে মন্দিরে ক্যাম্প হলে সেখানে হামলার আশঙ্কা রয়েছে। তাই এই ক্যাম্প বাতিল করা হল। সকলের কাছে ক্ষমাও চেয়েছে মন্দির কর্তৃপক্ষ। তবে প্রশ্ন উঠছে, আগে থেকে বলা থাকলেও কেন কানাডার মন্দিরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পারছে না স্থানীয় পুলিশ?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ