Advertisement
Advertisement
Donald Trump

‘শান্তির দূত’, ভারত-পাক যুদ্ধবিরতির কৃতিত্ব ট্রাম্পকে দিয়ে প্রশংসায় পঞ্চমুখ কানাডার কারনি

শুরু থেকেই এই দাবি খারিজ করে আসছে ভারত।

Canadian PM Carney credits Donald Trump for bringing peace between India, Pakistan
Published by: Amit Kumar Das
  • Posted:October 8, 2025 10:50 am
  • Updated:October 8, 2025 10:50 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুল্কের খাঁড়া ঘাড়ের উপর থেকে সরলেও, ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা কানাডাকে আমেরিকার সঙ্গে যুক্ত করা। গুরুতর এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্টের মন পেতে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি। শুধু তাই নয়, ট্রাম্পকে কার্যত ‘শান্তির দূত’ হিসেবে উল্লেখ করে ভারত-পাক যুদ্ধবিরতির কৃতিত্ব তাঁকেই দিলেন কারনি। যদিও শুরু থেকেই এই দাবি খারিজ করে আসছে ভারত।

Advertisement

গত মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি। সেখানে ভারত ও পাকিস্তানের মধ্যে ‘শান্তি’ ফিরিয়ে আনার জন্য ট্রাম্পের গালভরা প্রশংসা করেন তিনি। বলেন, ”আপনি বিশ্বে পরিবর্তন আনা একজন প্রেসিডেন্ট। আপনিই সেই রাষ্ট্রপ্রধান যিনি বিশ্ব অর্থনীতিতে পরিবর্তন এনেছেন, ন্যাটো দেশগুলির প্রতিরক্ষা ব্যয়ের প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।” এরপরই বিশ্ব শান্তির লক্ষ্যে ট্রাম্পের কাজের সাফল্য তুলে ধরে বলেন, “ভারত-পাকিস্তান ও আজারবাইজান-আর্মেনিয়ায় মধ্যে শান্তি প্রতিষ্ঠা এবং সন্ত্রাসবাদী শক্তি হিসেবে উঠে আসা ইরানকে দুর্বল করা আপনার (ট্রাম্প) নেতৃত্বেই সম্ভব হয়েছে।” কারনির মুখে এহেন প্রশংসা শুনে রীতিমতো গদগদ ভাব ফুটে ওঠে ট্রাম্পের চোখে-মুখে।

উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর শুরু করেছিল ভারত। চারদিন ধরে চলা এই অভিযানে পাকিস্তানকে দুরমুশ করার পর পাকিস্তানের অনুরোধে হামলা বন্ধ করে ভারত। তবে সংঘর্ষবিরতির দিন থেকেই এই কৃতিত্ব নিজের বলে দাবি করে আসছেন ট্রাম্প। যদিও ভারত সরকারের একাধিক প্রতিনিধি, এমনকী খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির কথাই বলেন। তৃতীয়পক্ষ মধ্যস্থতা করেননি বলেও জানান। ফোনেও ট্রাম্পকে সে কথা সরাসরি জানিয়েছিলেন খোদ মোদিও। ভারত সরকারের তরফেও একাধিকবার বিবৃতি জারি করে ট্রাম্পের দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। তবে নোবেললোভী ট্রাম্প অবশ্য মিথ্যা কৃতিত্ব নিতে একেবারে নাছোড়। এই অবস্থায় কূটনৈতিক মহলের দাবি, ট্রাম্পের তালে তাল দিয়ে নিজের আখের গোছাতে চাইছে কানাডা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ