প্রতীকী চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভয়াবহ বিস্ফোরণে কাঁপল ইজরায়েল। গত ফেব্রুয়ারিতে তেল আভিভে পর পর তিনটি বাস বিস্ফোরণে উড়ে যায়। এবার ফের বিস্ফোরণ। তবে এবার গাড়িতে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি। সংবাদ সংস্থা রয়টার্সের সূত্রে তেমনটাই বলা হচ্ছে। বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে তেল আভিভের দক্ষিণ প্রান্তে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ইজরায়েলি প্রশাসন জানিয়েছে, প্রথমে তিনটি বাস বিস্ফোরকে উড়ে যায়। আরও দুটি বাসেও বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই বিস্ফোরকগুলো ফাটেনি। তবে ডিপোতে দাঁড়িয়ে থাকা বাসগুলো ফাঁকা থাকায় কোনও প্রাণহানি ঘটেনি। ঘটনাস্থল থেকে মোট চারটি বিস্ফোরক যন্ত্র উদ্ধার হয়। নেতানিয়াহু প্রশাসন ওই বিস্ফোরণকে জঙ্গি হানা বলে উল্লেখ করে। তবে সেবারের বিস্ফোরণে কারও মৃত্যু হয়নি, কেননা বাসগুলি ছিল জনশূন্য।
বিস্ফোরণের পর সন্দেহভাজনদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। পাশাপাশি সকল নাগরিকদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। এই ঘটনার পর প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ, আইডিএফ ও শিন বেটের কর্তাদের সঙ্গে আলোচনা করেন নেতানিয়াহু। এরপরই ওয়েস্টব্যাঙ্কে সামরিক অভিযানের নির্দেশ দিতে দেখা যায় তাঁকে। এবারের বিস্ফোরণেও জঙ্গি হানার বিষয়টি এড়িয়ে যাওয়া যাচ্ছে না। দেখার, এই বিস্ফোরণকে কেন্দ্র করে বিষয়টি কোনদিকে গড়ায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.