Advertisement
Advertisement
Abhishek Banerjee

জাপানের পর এবার দক্ষিণ কোরিয়া, পাক সন্ত্রাসের মুখোশ খুলতে সিওলে অভিষেকরা

সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানের নগ্নরূপ তুলে ধরতে দক্ষিণ কোরিয়ায় অভিষেকরা।

Central delegation team with Abhishek Banerjee arrive Seoul

সিওলে কেন্দ্রীয় প্রতিনিধি দল।

Published by: Amit Kumar Das
  • Posted:May 25, 2025 12:36 am
  • Updated:May 25, 2025 12:36 am  

নন্দিতা রায়, নয়াদিল্লি: জাপানের মাটিতে পাক সন্ত্রাসের মুখোশ খুলে দিয়েছে ভারত। পাকিস্তানকে ‘পাগলা কুকুরের’ সঙ্গে তুলনা করে সোচ্চার হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানের নগ্নরূপ তুলে ধরতে দক্ষিণ কোরিয়ার সিওলে পৌঁছল সর্বদলীয় কেন্দ্রীয় প্রতিনিধি দল। শনিবার রাতে এক্স হ্যান্ডেলে সর্বদলীয় প্রতিনিধি দলের সিওল পৌঁছনোর তথ্য প্রকাশ করলেন তৃণমূল সাংসদ।

প্রতিনিধি দলের সিওল মাটিতে পা রাখার তথ্য প্রকাশ করে এদিন এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘জাপানে ভারতীয় দূতাবাসের উদ্যোগে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট করেছি আমরা। সেখানে ঐক্যবদ্ধভাবে পহেলগাঁও জঙ্গি হামলার প্রতি দৃষ্টি আকর্ষণ এবং ভারতের প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে। বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে সাধারণ নাগরিকদের কোনও ক্ষতি না করে কীভাবে ভারত পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসের আঁতুড়ঘর গুঁড়িয়ে দিয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতে বার্তা বিশ্বে পৌঁছে দিতে আমরা বর্তমানে সিওলে। আমাদের সংকল্প দৃঢ়। ভারত সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।’

প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তানের কুৎসিত চক্রান্ত জাপান প্রশাসনের সামনে তুলে ধরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ভারত কখনও মাথানত করবে না, আমরা এখানে এই বার্তাই পৌঁছে দিতে এসেছি। আমরা মোটেও ভীত নই। আমি বিরোধী রাজনৈতিক দলের নেতা। পাকিস্তানকে যে ভাষায় বোঝে সেই ভাষাতেই শিক্ষা দেওয়া প্রয়োজন। যদি সন্ত্রাস পাগলা কুকুর হয়, তবে পাকিস্তান তাকে লালন পালন করছে। বিশ্বে সকলকে একজোট হয়ে ওই লালন পালনকারীকে প্রতিরোধ করতে হবে। নইলে ওই লালন পালনকারী আরও পাগলা কুকুরের জন্ম দেবে। ভারত দায়বদ্ধ তাকে শিক্ষা দিতে।” ভারত কীভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াল, সে বার্তা পাকিস্তানের কাছে পৌঁছে দিতে সোশাল মিডিয়াকে কাজে লাগানোর আর্জি জানিয়েছিলেন তৃণমূল সাংসদ।

বিশ্বমঞ্চে পাকিস্তানের কোমর ভাঙতে ৭টি সর্বদলীয় প্রতিনিধি দল তৈরি করেছে কেন্দ্র। বিশ্বের মোট ৩৩টি দেশে যাবে এই প্রতিনিধি দলগুলি। যেখানে জেডিইউয়ের সঞ্জয় ঝাঁর নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাপানের পর অভিষেকদের প্রতিনিধিদল গেল দক্ষিণ কোরিয়াতে। এছাড়া আরও তিনটি দেশ সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া যাবে দলটি সেখানে পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুর নিয়ে ভারতের অবস্থান তুলে ধরবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement