Advertisement
Advertisement
China

চিনের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, ঘটনাস্থলে দমকলের ২৩০ ইঞ্জিন

৩ কিলোমিটার পর্যন্ত বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে।

Chemical Plant Explosion In China Kills Five, 230 Firefighters At The Scene
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:May 27, 2025 8:53 pm
  • Updated:May 27, 2025 8:53 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের শ্যানডং প্রদেশের এক রাসায়নিক কারখানায় মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণ ঘটে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২৩০টি ইঞ্জিন। এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ ৬। ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে আশঙ্কা করছে প্রশাসন। তবে এখনও বিস্ফোরণের আসল কারণ জানা যায়নি। শুরু হয়েছে তদন্ত।

Advertisement

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, আজ স্থানীয় সময় দুপুরের দিকে এই বিস্ফোরণ ঘটে ওয়েইফ্যাং শহরের রাসায়নিক কারখানায়। স্থানীয়রা বলছেন বিস্ফোরণের তীব্রতা এতটায় ছিল যে তিন কিলোমিটার পর্যন্ত প্রভাব পড়েছে। ব্যাপক আওয়াজ শোনা গিয়েছে। বহু বাড়ির জানালার কাঁচ ভেঙে গিয়েছে। এরপর ৭ কিলোমিটার দূর থেকেও কালো ধোঁয়া দেখা যায়। প্রথমে অনেকেই ভেবেছিলেন ভূমিকম্প হচ্ছে। কিন্তু পরে আসল ঘটনা জানতে পারেন।

বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী, উদ্ধারকারী দল, দমকলের ২৩০টি ইঞ্জিন। এখনও পর্যন্ত ৫ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। আহত ১৯। স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। নিখোঁজ ৬। আরও কেউ ভিতরে আছে কি না খতিয়ে দেখা হচ্ছে। ওই কারখানায় পাঁচশোর উপর কর্মী কাজ করতেন বলে খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা। কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা নিয়ে এখনও নানা সংশয় রয়েছে। প্রশাসনের তরফেও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। প্রসঙ্গত, ওয়েইফ্যাং শহরটি একটি শিল্পাঞ্চল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ